চট্টগ্রামে বিপজ্জনকভাবে হেলে পড়ল তিনতলা ভবন, সরিয়ে নেওয়া হল ৬০ পরিবারকে

চট্টগ্রাম নগরীতে ১২ থেকে ১৪ ফুট হেলে পড়েছে তিনতলা একটি আবাসিক ভবন। সাথে লাগোয়া দুটি মন্দির। কাঁচা-পাকা বসতঘর। এ ঘটনায় সরিয়ে দেওয়া হয়েছে ভবনটিতে বসবাসকারী অন্তত ৬০টি পরিবারকে।

ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার পর্বত ফকিরপাড়া এলাকায়।

চট্টগ্রামে বিপজ্জনকভাবে হেলে পড়ল তিনতলা ভবন, সরিয়ে নেওয়া হল ৬০ পরিবারকে 1

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতাধীন গুলজার খাল ১০ থেকে ৩০ ফিট খননের কারণেই ভবনটি হেলে পড়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, সোমবার (২১ ডিসেম্বর) রাত ১১টার দিকে আমাদের কন্ট্রোলরুমে এক সাংবাদিক ভাই ফোন করে ঘটনাটি জানান। সাথে সাথেই আমরা ঘটনাস্থলে হাজির হয়ে তিনতলা ভবনটির ভাড়াটিয়াদের সরিয়ে যেতে বলি। ঘন্টাখানেকের মধ্যেই ভবনটি ফাঁকা করে দেওয়া হয়েছে।

তার কথার সূত্র ধরে জানা গেছে, পর্বত ফকিরপাড়া এলাকায় শঙ্কর ড্রাইভারের মালিকানাধীন এই তিনতলা ভবনটি। গুলজার খাল খনন করা হয়েছে প্রায় ২০ থেকে ৩০ ফিট। এই খনন চলাকালেই সময়ে উত্তরদিকে ভবনটি ঢলে পড়ে। ভবনটিতে অন্তত ৬০টি পরিবার বসবাস করে।

হেলে পড়া ওই ভবনটির পাশে বাবুলের বিষ্ণু মন্দির আর অন্যটি মন মন্দির। আর ভবনটি লাগোয়া রয়েছে শ্যামল জমিদারের কাঁচা-পাকা বসতঘর। সেখানে ভাড়াটিয়া রয়েছে ২০ থেকে ২২ জন।

বিষয়টি স্থানীয় কাউন্সিলর, জেলা প্রশাসক ও ফায়ার সারভিসের উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলে জানান ফারুক হোসেন সিকদার।

আইএমই/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!