চট্টগ্রামে বিকাল পর্যন্ত থাকতে পারে বৃষ্টির দাপট

সকাল থেকেই মাঝারি আকারের বৃষ্টিতে ভোগান্তিতে চট্টগ্রামের অফিসগামী মানুষ। দূর্ভোগ পোহাতে হয়েছে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদেরও। আজ সারাদিন বৃষ্টির এই দাপট টিকে থাকবে বলে জানানো হয় চট্টগ্রাম আবহাওয়া অফিস থেকে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টার হিসাব অনুযায়ী আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩১ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস।

সমুদ্রবন্দরগুলোতে চলছে তিন নম্বর সতর্কতা সংকেত। ভরা পূর্নিমায় উত্তাল সাগরের জন্য মাঝ সমুদ্রে না গিয়ে সাগরের কূলে ভিড় করেছে ছোট মাছ ধরার বোটগুলো।

নিম্নচাপের কারণে চট্টগ্রামে স্বাভাবিক জোয়ারের চেয়ে ২ থেকে ৩ ফুট বেশি হতে পারে জোয়ারের উচ্চতা। বিকেল ২টা ৩২ মিনিটে ভাটা শুরু হবে। আবার রাত ৯টা ২০ মিনিটে জোয়ার শুরু হবে।

এর কারণ হিসেবে টানাবৃষ্টি ও মধু পূর্নিমার প্রভাবকে দায়ী করছেন আবহাওয়াবিদরা।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী জানান, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৩১ দশমিক ৮ মিমি বৃষ্টি রেকর্ড হয়েছে এবং বিকাল পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

তবে ৩ ননম্বর সর্তক সংকেত থাকলেও বন্দরের জেটিতে জাহাজে পণ্য ওঠানামা, ইয়ার্ড, অফডক থেকে পণ্য ডেলিভারি স্বাভাবিক রয়েছে।

বিএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!