চট্টগ্রামে বাড়তি ভাড়া নিচ্ছিল হানিফ-শ্যামলী পরিবহন

বাড়তি ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

চট্টগ্রামে বাড়তি ভাড়া নিচ্ছিল হানিফ-শ্যামলী পরিবহন 1

বুধবার (২০ এপ্রিল) চট্টগ্রাম নগরীর কদমতলী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে হানিফ ও শ্যামলী পরিবহনকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়ায় এবং টিকিটের মূল্য তালিকা না থাকায় হানিফ এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা ও শ্যামলী পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অপর অভিযানে পঁচা ডিম সংরক্ষণ করায় দুই ডিম বিক্রেতাকে ২০ হাজার টাকার অর্থদণ্ড দেওয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যাল‌য়ের উপপরিচালক মো. ফয়েজ উল্যাহ, সহকারী প‌রিচালক নাস‌রিন আক্তার, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. দিদার হোসেন এই অভিযান প‌রিচালনা ক‌রেন।

রমজানে মাসব্যাপী এসব অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় ভোক্তা সংরক্ষণ অধিকার।

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!