চট্টগ্রামে বর্ণিল সংবর্ধনায় সাকিবের হাতে উঠবে ‘নগর স্মারক চাবি’

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সদ্য সমাপ্ত ক্রিকেট বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্স করে সবাইকে তাক লাগিয়ে দেন। বিশ্বকাপের নয় ম্যাচের মধ্যে আট ম্যাচে (শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল) ব্যাট হাতে নেমে সাত ম্যাচেই নিজের ইনিংসকে নিয়ে গেছেন পঞ্চাশোর্ধে।এর মধ্যে ছিল দুটি নান্দনিক শতক। টুর্নামেন্টে করেছেন তৃতীয় সর্বেোচ্চ ৬০৬ রান। সেসব না বললেও বোধহয় চলে। সাকিব আল হাসান যা করেছেন তা তো দেখেছে গোটা বিশ্বকাপ। এক বিশ্বকাপে ৬০৬ রান, ১১ উইকেট। কোনো একটি বিশ্বকাপে কমপক্ষে ১০ উইকেট আর ন্যূনতম পাঁচশোর বেশি রান করতে পারেননি দুনিয়ার আর কোনো ক্রিকেটার। প্রথমবার অনন্য এই ডাবলসে নাম লিখে বিশ্বকাপ ইতিহাসে নিজের আলাদা একটা জায়গায় খোদাই করলেন সাকিব, তাতে থাকল বাংলাদেশের নামও।

এবার সেই সাকিবকে বীরোচিত সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) ক্রিকেট কমিটি। সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ জুলাই বিকেলে নগরের এমএ আজিজ স্টেডিয়ামে এ সংবর্ধনা দেয়া হবে। মঙ্গলবার (২৩ জুলাই) বিষয়টি চট্টগ্রাম প্রতিনিকে নিশ্চিত করেছেন সংবর্ধনা কমিটির আহ্বায়ক, বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস।

তিনি বলেন, ‘সদ্য সমাপ্ত ক্রিকেট বিশ্বকাপে ভালো পারফর্ম করা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সিজেকেএস ক্রিকেট কমিটি। এ জন্য আগামী ৩০ জুলাই চূড়ান্ত করা হয়েছে। তবে সবকিছু নির্ভর করছে সাকিব আল হাসানের ওপর। আগামী ২৭ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।’

সিজেকেএস ক্রিকেট কমিটির সহসভাপতি আলী আব্বাস আরও বলেন, ‘এ সংবর্ধনায় সাকিব আল হাসানকে ‘নগর স্মারক চাবি’ তুলে দেবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। এর আগে শুধু দুই ব্যক্তি এ চাবি পেয়েছিলেন। তারা হলেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান ও সর্বকালের সেরা ক্রীড়াবিদ মোহাম্মদ আলী।’

সংবর্ধনা কমিটির আহ্বায়ক ক্রিকেট অন্তপ্রাণ ক্রীড়া সংগঠক জানান, এমএ আজিজ স্টেডিয়ামে সাকিবকে বীরোচিত সংবর্ধনা দেয়া হবে। এ লক্ষ্যে সব প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। পুরো বিষয়টি তদারকি করছেন সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। ইতিহাসের সাক্ষী হতে চট্টলাবাসীর জন্য অনুষ্ঠানটি উন্মুক্ত থাকবে। স্টেডিয়ামের বাইরে বড় পর্দায় অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার করা হবে।

সিজেকেএস ক্রিকেট কমিটির সম্পাদক আবদুল হান্নান আকবর চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘সিজেকেএস ক্রিকেট কমিটির উদ্যোগে সাকিবের সংবর্ধনার আয়োজন করা হচ্ছে। ৩০ জুলাই বিকেল চারটায় সংবর্ধনা অনুষ্ঠান শুরু হবে। অত্যন্ত বর্ণিল সংবর্ধনা অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে। সুশৃঙ্খলভাবে বিশ্বসেরা অলরাউন্ডারের ভক্তরা যাতে স্টেডিয়ামে ঢুকতে পারে সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নেয়া হবে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা, থাকবে পর্যাপ্ত আর্চওয়ে, মেটাল ডিরেক্টর। দর্শনার্থীদের তল্লাশির মাধ্যমে স্টেডিয়ামে প্রবেশ করানো হবে।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!