চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ ৭ মামলার আসামি নিহত

চট্টগ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. রাসেল (২৭) নামে যুবক নিহত হয়েছে। নিহত হওয়া রাসেল হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ অন্তত ৭টি মামলার আসামি ছিল বলে জানিয়েছে পাহাড়তলী থানা পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাতে পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলীর বারুণী ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

বন্দুকযুদ্ধের ওই ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।। ‌‘গুলিবিদ্ধ অবস্থায়’ গ্রেপ্তার হওয়া মো. ইয়াছিন (২৪) নিহত মো. রাসেলের সহযোগী বলে জানিয়েছে পুলিশ।

পাহাতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুর রহমান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘রাতে বারুণী স্নান ঘাটে একদল ডাকাত অবস্থান করছে খবর পেয়ে থানা পুলিশের একটি দল অভিযানে যায়। সেখানে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। পরে গুলি বিনিময় থামলে ঘটনাস্থল থেকে আহত দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ সময় ঘটনাস্থল থেকে কয়েকটি অস্ত্রও উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত রাসেলের লাশ মর্গে পাঠানো হয়েছে। অন্যদিকে ইয়াসিনকে প্রাথমিক চিকিৎসা শেষে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পাহাড়তলী থানার সেকেন্ড অফিসার রানা প্রতাপ বণিক।

এআরটি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!