চট্টগ্রামে ফোরএইচ গ্রুপের কারখানায় শ্রমিক বিক্ষোভ

কাছের শ্রমিকদের দিয়ে চলবে কারখানা

চট্টগ্রামভিত্তিক তৈরি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফোরএইচ গ্রুপের কারখানায় বিক্ষোভ করেছে শ্রমিকরা।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নতুনপাড়ায় ফোরএইচ গ্রুপের ফোরএইচ লিংগারি লিমিটেড নামে একটি কারখানায় এই ঘটনা ঘটেছে।

বিক্ষোভের মুখে কারখানা কর্তৃপক্ষ দূরের শ্রমিকদের ‘সবেতন ছুটি’ দিয়ে শুধুমাত্র নিকটবর্তী অবস্থানে বসবাসকারী শ্রমিকদের দিয়ে কারখানা সচল রাখার সিদ্ধান্ত নেয়। মালিকপক্ষের এই ঘোষণার পর অনেক শ্রমিক কারখানার সামনে থেকে ফিরে যান।

জানা গেছে, সারাদেশে গণপরিবহন চলাচল বন্ধ থাকায় রোববার খুলে দেওয়া কারখানাগুলোতে পৌঁছাতে গিয়ে শ্রমিকদের গণপরিবহনের অভাবে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। নগরের মোড়ে মোড়ে দুর্ভোগে পড়েন পোশাকশ্রমিকরা। কারখানার সামনে পৌঁছে শ্রমিকরা বিক্ষোভ করতে থাকলে হাটহাজারী থানা পুলিশ এসে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়। এরপরও আধঘণ্টা বিক্ষোভ করেন শ্রমিকরা।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) আবদুল্লাহ আল মাসুম বলেন, পুলিশের মধ্যস্থতায় শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের সমঝোতা হয়েছে। মালিকপক্ষ বলছেন, কাছাকাছি স্থানে যেসব শ্রমিক থাকেন, তাদের দিয়ে আপাতত কারখানা চালু থাকবে।

তিনি বলেন, দূরের শ্রমিকরা কারখানায় না আসলেও বেতন পাবেন বলে পুলিশকে জানিয়েছেন মালিকপক্ষ।

এএস/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!