চট্টগ্রামে কনসার্ট দেখতে গিয়ে পদদলিত ৩, একজনের অবস্থা গুরুতর

চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে কনসার্টে প্রবেশের সময় পদদলিত হয়ে তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এছাড়া কনসার্টের মঞ্চের সামনে দর্শকদের সামলাতে গিয়েও এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

আহতরা হলেন হাসান (২২), মারুফ (১৮), কাদের (২০) এবং পুলিশের এএসআই নাছির (৫৫)।

মঙ্গলবার (২৬ জুলাই) বিকাল ৫টার দিকে পলোগ্রাউন্ড মাঠের ওই কনসার্টের প্রবেশমুখে এই ঘটনা ঘটে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা পদদলিতদের উদ্ধার করে।

এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়। তিনি বর্তমানে হাসপাতালের ২৮ নম্বর নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রবেশমুখের ঘেরা ভেঙে দর্শনার্থীরা ভেতরে ঢোকার চেষ্টা করলে এ দুর্ঘটনা ঘটে। তবে অতিরিক্ত চাপ থাকায় উৎসুক জনতা প্রবেশ গেটটিও ভেঙে ফেলে।

এছাড়া কনসার্ট মঞ্চের সামনের বাঁশের ব্যারিকেট ভেঙে উৎসুক জনতা ভেতরে ঢুকে যায়। এ সময় দায়িত্ব পালন করতে গিয়ে মঞ্চের সামনে এবি নাছির নামে পুলিশের একজন এএসআই আহত হন।

এর আগে আয়োজকরা ‘গেট সেট রক’ নামে একটি পেইজ থেকে সপ্তাহব্যাপী প্রচারণা চালায়। ৩৫০ টাকায় কনসার্টের টিকিট বিক্রি করা হয়। কনসার্টে অ্যাশেজ, আর্টসেল, নগর বাউল, শিরোনামহীন, এভায়েড রাফা গান শোনাবে বলে জানায় আয়োজকরা। এতে প্রায় ২৫ হাজার মানুষের সমাগম হয়।

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!