চট্টগ্রামে ফুটবলারদের হাতে খেলার সামগ্রী বিতরণ

চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে এবি ফুটবল একাডেমির খেলোয়াড়দের হাতে ফুটবল খেলার উপহারসামগ্রী বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী তুলে দেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন মো. রেজা।

এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক এমরান হোসাইন, এবি ফুটবল একাডেমির প্রধান কোচ আবু বকর।

এ সময় প্রেসক্লাব সভাপতি সালাউদ্দিন মো. রেজা বলেন, আজকের এ যুগে খেলাধুলা সারা বিশ্বে নিজের দেশকে তুলে ধরার অন্যতম মাধ্যম। এদিক থেকে বাংলাদেশের খেলোয়াড়রা বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ন রাখতে সর্বদা অনুশীলন করে যাচ্ছে। এ দিনের ফুটবল খেলোয়াড়রা একদিন বিশ্বকাপের কাতারে বাংলাদেশের পতাকাকে উঁচিয়ে ধরতে আরও এগিয়ে যাবে।

তিনি বলেন, এজন্য দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা অদম্য তরুণ ফুটবল খেলোয়ারদেরকে নিরেট মাঠের অনুশীলনের জন্য এবি ফুটবল একাডেমীর মত আরও সংগঠনকে এগিয়ে আসতে হবে।

এবি ফুটবল একাডেমির আবু বকর তার বক্তব্যে তরুণ খেলোয়াড়দের সহায়তার জন্য দেশে-বিদেশে ফুটবলবান্ধব বাংলাদেশি ক্রীড়ামোদীদের এগিয়ে আসার আহ্বান জানান।

২০২০ সাল থেকে ২২ জন তরুণ ফুটবল খেলোয়াড় নিয়ে গড়া ওঠা এবি ফুটবল একাডেমি এ পর্যন্ত অর্ধশত খেলোয়াড়কে প্রশিক্ষণ দিয়েছে। এই একাডেমি থেকে জাতীয় পর্যায়ে মেজবাহ উদ্দিন ও শিহাবের মত তৈরি হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!