চট্টগ্রামে প্রি-পেইড মিটারের ইমার্জেন্সি ব্যালেন্স ১০০০ টাকা

চট্টগ্রামে গ্যাসের প্রি-পেইড মিটারের ইমার্জেন্সি ব্যালেন্স বাড়িয়ে এক হাজার টাকা করেছে গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। করোনাভাইরাসের সংক্রমণ রোধে শহরের সব কিছু বন্ধ থাকায় কোনও গ্রাহক যদি মিটার রিচার্জ করতে না পারেন, তারা এক হাজার টাকা পর্যন্ত ইমার্জেন্সি ব্যালেন্স ব্যবহার করতে পারবেন। ঢাকায় অবশ্য গ্রাহকদের ইমার্জেন্সি ব্যালেন্স বাড়িয়ে দুই হাজার টাকা করা হয়েছে।

চট্টগ্রামে প্রি-পেইড মিটারের ইমার্জেন্সি ব্যালেন্স ১০০০ টাকা 1

করোনাভাইরাসের প্রভাবে বিভিন্ন সেবা বন্ধ থাকায় অনেক গ্রাহক রিচার্জ করতে না পেরে বিপদে পড়তে পারেন। এ অবস্থায় গ্রাহকের সুবিধার জন্য ইমার্জেন্সি ব্যালেন্সের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নেয় গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠানগুলো। কারও যদি কার্ডের টাকা ফুরিয়ে যায় তাহলে তারা এই ব্যালেন্স ব্যবহার করতে পারবেন।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!