চট্টগ্রামে পোশাক শিল্পপণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী বৃহস্পতিবার থেকে

তৈরি পোশাক শিল্পের আধুনিকায়ন এবং উন্নয়নে বন্দরনগরী চট্টগ্রামে তৃতীয়বারের মতো শুরু হচ্ছে তৈরি পোশাক শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনী ‌‘গার্মেন্টেক চিটাগাং ২০১৯’। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় নগরীর জিইসি কনভেনশন সেন্টারে তিন দিনব্যাপী প্রদর্শনী উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। এতে বিশেষ অতিথি থাকবেন বিজিএমইএর প্রথম সহ-সভাপতি এম এ সালাম, বিকেএমইএ এর সহ সভাপতি গওহর সিরাজ জামিল, বিজিএমইএর ভারপ্রাপ্ত সহ-সভাপতি এএম চৌধুরী সেলিম।

দেশের পোশাক খাতের উন্নয়নে প্রদর্শনীতে অ্যাপারেল মেশিনারি অ্যান্ড অ্যালায়েড প্রডাক্ট, ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক্স, গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড সাপোর্ট সার্ভিস ইত্যাদি তুলে ধরা হবে। ১০টি দেশের ৭০টি প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নেবে।

দেশের তৈরি পোশাক শিল্পের দোরগোড়ায় বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি তুলে ধরতে আসক ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেড বাংলাদেশ এ প্রদর্শনীর আয়োজন করছে।

এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন নগরীর জামালখানের একটি রেস্টুরেন্টে মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত হয়। এতে আয়োজক প্রতিষ্ঠানের পরিচালক টিপু সুলতান ভূঁইয়া বলেন, ‘তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট দেশীয় এবং বিদেশী বিভিন্ন প্রতিষ্ঠানের উপস্থিতিতে বন্দরনগরী চট্টগ্রাম এ শিল্পের উৎপাদনে বাংলাদেশে দ্বিতীয় স্থানে রয়েছে। নগরে প্রতিনিয়ত এ শিল্পের প্রসার ঘটছে, যা তৈরি পোশাক শিল্পের রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের দ্বিতীয় অবস্থানকে আরো শক্তিশালী করছে এবং বাংলাদেশ সরকারের ৫০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করছে।’

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে প্রধান নিয়ামক তৈরি পোশাক খাতকে আরো আধুনিক আর বিকশিত করতে আমরা এ প্রদর্শনীর আয়োজন করছি। তিন দিনব্যাপী এ প্রদর্শনী টেক্সটাইল এবং তৈরি পোশাক খাত সংশ্লিদের জন্য অভিজ্ঞতা অর্জনের অসাধারণ এক সুযোগে পরিণত হতে যাচ্ছে। এটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর কাছে ইতিমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। গত দু বছরের অভাবনীয় সাফল্যে এবারো আমরা আশা করছি, প্রদর্শনীটি এ শিল্পে ইতিবাচক প্রভাব রাখবে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ গার্মেন্টস শিল্পের অত্যাধুনিক সেলাই যন্ত্রপাতি ও আনুষাঙ্গিক যথা-কাটিং রুম, লন্ড্রি, আয়রন, ফিনিশিং ইকুইপমেন্টসহ গার্মেন্টস অ্যাকসেসোরিজ, লেবেলিং, জিপার, ট্যাগ, ট্যাপ, থ্রেড, রিবন, বাটন, রিভেট, লেইস, হুক, ট্রান্সফার ফিল্ম, পেপার, ইনক ইত্যাদিসহ সংশ্লিষ্ট মেশিনারি তুলে ধরবে।

সবার জন্য উন্মুক্ত এ প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আয়োজক প্রতিষ্ঠানের পরিচালক নন্দ গোপাল, কর্মকর্তা সালমান মীর, বিকেএমইএ এর সিনিয়র যুগ্ম সচিব (প্রশাসন) মো. আলতাফ উদ্দিন, চিটাগাং গার্মেন্টস মেশিনারিজ বিজনেসম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ মো. আহসান উল্লাহ, লায়ন এমএ হোসেন বাদল উপস্থিত ছিলেন।

আলী/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!