চট্টগ্রামে পাহাড়ধসে ৪ জন নিহত, আহত ১১

চট্টগ্রাম নগরীর আকবরশাহ ও ফয়সলেক এলাকায় পৃথক পাহাড়ধসের ঘটনায় চারজন নিহত ও ১১ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৭ জুন) দিবাগত রাত ১টার দিকে আকবর শাহ থানাধীন বরিশাল ঘোনা ও রাত ৩টার দিকে ফয়সলেকের বিজয় নগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লিটন (২৪), ইমন (১৪), শাহীনুর (৩২) ও মাইনুর আখতার (২০)।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার পরিদর্শক তদন্ত সাদেকুর রহমান বলেন, রাতে আকবরশাহ থানার ১ নম্বর আকবরশাহ বরিশাল ঘোনা এলাকায় ঝিলের পাহাড় ধসে আহত ৫ জনকে মেডিকেলে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করে। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। আহতদের ২৮ ও ২৪ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

স্থানীয় রেশমা জানান, রাতে বৃষ্টির পানির প্রবল তোড়ে পাহাড় ধসে ঘরের উপর পড়ে। পরে আমরা উদ্ধার করে আহতদের মেডিকেলে নিয়ে আসি। এখানে আসার পর দুইজন মারা গেছেন।

ফায়ার সার্ভিস লিডার উচিং জানান, শুক্রবার রাত তিনটার দিকে নগরীর আকবরশাহ এলাকায় ফয়সলেকের লেকসিটি বিজয় নগর এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ৬ জনকে উদ্ধার করি। ঘটনাস্থলেই দুইজন মারা যান। বাকিদের চট্টগ্রাম মেডিকেলে আনা হয়।

আইএমই/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!