চট্টগ্রামে নির্মিত হল প্রথম মানববর্জ্য শোধনাগার প্ল্যান্ট

উদ্বোধন রোববার

অবশেষে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম মহানগরীতে চালু হতে যাচ্ছে একটি ‘মানববর্জ্য শোধনাগার প্ল্যান্ট।’ ব্রিটেনভিত্তিক ওসাপ বাংলাদেশের (ডব্লিউএসইউপি) সহায়তায় এটি স্থাপন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। চট্টগ্রাম মহানগরীর দুই নম্বর জালালাবাদ ওয়ার্ডের আরেফিন নগরে এটি স্থাপন করা হয়েছে। রোববার (৫ মে) সকাল ১১টায় এটি উদ্বোধন করবেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। এটি চট্টগ্রাম শহরে নির্মিত প্রথম মানববর্জ্য শোধনাগার প্ল্যান্ট।

চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা এসএম শফিকুল মান্নান সিদ্দিকী যীশু চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘ওসাপ বাংলাদেশের আর্থিক সহায়তা আরেফিন নগরে ল্যান্ড ফিল্ডের পাশে ‘মানববর্জ্য শোধনাগার প্ল্যান্টটি স্থাপন করা হয়েছে। এটি নির্মাণ করতে সময় লেগেছে এক বছর। এতে ব্যয় হয়েছে এক কোটি টাকা। প্রায় ৩৮ গন্ডা জায়গা জুড়ে প্ল্যান্টটি স্থাপন করা হয়েছে। প্ল্যান্টটিতে ২১টি ড্রাইয়িং বেড থাকবে। প্রতিটি বেডে ১০ হাজার লিটার মানববর্জ্য শোধন হবে। শহরের বিভিন্ন বাসা-বাড়ি থেকে মানববর্জ্য সংগ্রহ করে এই প্ল্যান্টে ব্যবহার করা হবে। মানববর্জ্য শোধন শেষে তা কৃষকদের কাছে সার হিসেবে বিক্রি করা হবে।’

ওসাপ বাংলাদেশের বিজনেজ ডেভেলপমেন্ট অফিসার মঞ্জুর মোর্শেদ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘বাংলাদেশ সরকারের সাথে পাবলিক-পাইভেট পার্টনারশিপ এর আওতায় এই প্ল্যান্টটি আমরা সিটি করপোরেশনকে করে দিয়েছি। এর আগে আমরা সিটি করপোরেশনকে মানববর্জ্য অপসারণে চারটি ভ্যাকু ট্যাগ দিয়েছিলাম। এই ভ্যাকু ট্যাগ দিয়ে শহরের বাসা-বাড়ির সেফটি ট্যাংক থেকে মানববর্জ্য সংগ্রহ করা হচ্ছে। এখন থেকে এসব মানববর্জ্য আরেফিন নগরে স্থাপিত প্ল্যান্টে ব্যবহার করা হবে।’

উল্লেখ্য, ৬০ লাখ নগরবাসীর চট্টগ্রাম শহরে কোন স্যুয়ারেজ লাইন নেই। ফলে মানববর্জ্যগুলো সরাসরি পতিত হয়ে দূষণ করছে কর্ণফুলী ও হালদা নদীকে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!