চট্টগ্রামে নাশকতার মামলায় বিএনপির ৫২ নেতাকর্মী কারাগারে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নাশকতার অভিযোগ করা মামলায় চট্টগ্রাম মহানগর বিএনপির ৫২ নেতা-কর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার বিকেলে (২৬ জুন) চট্টগ্রাম মহানগর হাকিম মো. আল ইমরান খানের আদালত এ আদেশ দেন।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ বলেন, ‘উভয় পক্ষের শুনানি শেষে আদালত অসুস্থ ও বয়স্ক হওয়ায় ৫৯ জন আসামির মধ্যে সাতজনের জামিন আবেদন মঞ্জুর করেন। বাকি ৫২ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে সন্ধ্যায় তাদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।’

আদালত সূত্র জানায়, গত বছরের ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের আগে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে নাশকতার অভিযোগে পুলিশের নগরের পতেঙ্গা থানায় করা ১০ মামলায় হাইকোর্ট থেকে জামিন নেন ৫৭ আসামি। কারাগারে পাঠানো অভিযুক্তদের সবাই নগরের পতেঙ্গা থানা বিএনপির নেতা-কর্মী। তাদের মধ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি মো. মিয়া ভোলা, নগর যুবদলের সহ-সভাপতি মো. ইকবাল, পতেঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মো.শাহাবুদ্দিন,পতেঙ্গা ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো.ইলিয়াছ রয়েছেন।

বিএনপি নেতা-কর্মীদের জামিন আবেদনকারী আইনজীবী অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী বলেন,‘আসামিরা সবাই হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। এসব গায়েবি মামলায় শুধু বিএনপির রাজনীতি করার কারণে তারা মামলার আসামি হয়েছেন।’

এডি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!