চট্টগ্রামে নালার ওপর স্ল্যাব বসিয়ে ব্যবসা, চার ব্যবসায়ী গুণলেন জরিমানা

উন্মুক্ত নালার ওপর স্ল্যাব বসিয়ে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করা ও ফুটপাত দখল করে মালামাল রাখার দায়ে চার ব্যবসায়ীকে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

রোববার (১৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের শুলকবহর এলাকায় নালা ও ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চসিক।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এই অভিযানে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, চান্দগাঁও থানাধীন শুলকবহর এশিয়ান হাইওয়ের পার্শ্বে নালা ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিল, কোয়ালিটি টিম্বার, মেসার্স পটিয়া টিম্বার, মেসার্স আনোয়ারা ট্রেডিং ও জুবায়েদ ভাই ভাই টিম্বার।

জনদুর্ভোগ সৃষ্টি করায় ৪ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে প্রত্যেককে ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরএম/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!