চট্টগ্রামে নামতে না পেরে মধ্যপ্রাচ্যের তিনটি ফ্লাইট কলকাতায়

ঘন কুয়াশার কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে তিনটি ফ্লাইট।

অবতরণ করতে না পারা ফ্লাইট তিনটি হলো- দোহা থেকে আসা ইউএস বাংলা, মাসকাট থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজ ও শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট।

তবে কুয়াশা কেটে গেলে ফ্লাইট তিনটি আবার চট্টগ্রামে চলে আসবে বলে চট্টগ্রাম প্রতিদিনকে জানিয়েছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপন উইং কমান্ডার সারওয়ার-ই-জাহান ।

তিনি বলেন, ভোর থেকে বন্ধ থাকে ফ্লাইট উঠানামাও। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল পৌনে ১০টা পর্যন্ত এ বিমানবন্দরে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের কোনো ফ্লাইট অবতরণ করেনি। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও অভ্যন্তরীণ কোনো ফ্লাইট শাহ আমানতে আসেনি।

তিনি আরও জানান- সাধারণত ভিজিবিলিটি বা দৃষ্টিসীমা ৩ হাজার মিটার বা তার নিচে নামলেই আবহাওয়া অধিদপ্তর এভিয়েশন ওয়ার্নিং দেয়, সেটি ২ হাজার বা তার নিচে আসলে তখন বিমান নামতেও পারে না।

কুয়াশা কাটলে বিমানবন্দরে ফ্লাইট চলাচল আগের শিডিউল অনুযায়ী চলবে বলে জানান সংশ্লিষ্ট এয়ারলাইন্সের কর্মকর্তারা।

এএস/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!