চট্টগ্রামে নকল সন্দেহে ১১০০ এয়ারকন্ডিশনার আটক

প্রতিদিন রিপোর্ট :

চট্টগ্রামে ১০ কোটি টাকার ১১০০ নকল এয়ারকন্ডিশনার আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। আজ বুধবার রাতে চট্টগ্রামের মাদারবাড়ি কামালগেইট এলাকার একটি ওয়ারহাউজে অভিযান চালিয়ে পণ্যগুলো নকল সন্দেহে আটক করা হয়।

 

শুল্ক গোয়েন্দার ফেসবুক পেইজে এসব তথ্য নিশ্চিত করে। সেখানে বলা হয় মাদারবাড়ি এলাকার একটি গুদামে পন্যগুলো মজুদ অবস্থায় পাওয়া যায়।

15134785_1202061679882214_2204723967972743103_n

পণ্যের মালিকপক্ষ মূসক ১১ চালান দেখালেও তা ভূয়া হিসেবে প্রমাণিত হয়। ধারণা করা হচ্ছে এসব পণ্য কোন বন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা হয়েছে।

 

আটক এয়ারকন্ডিশনার মধ্যে ‘জেনারেল’, ‘এলজি’, ‘প্যানাসনিক’ ও ‘মিডিয়া’ ব্রান্ড নাম ব্যবহার করা হয়েছে।

 

প্রত্যেকটি এসিতে এক টন থেকে দশ টন পর্যন্ত ক্যাপাসিটি রয়েছে।

 

ফেসবুক পেইজে আরো বলা হয়, পরীক্ষায় দেখা যায় এদের অধিকাংশে ইউনিক সিরিয়াল নম্বর সঠিক নয়। এগুলোতে বিক্রয়োত্তর ওয়ারেন্টি সেবা প্রযোজ্য নয়। ফলে ক্রেতা সাধারণ প্রতারিত হওয়ার আশঙ্কা আছে। এসব পণ্য আটক করে আজ পণ্যের ইনভেন্টরি সম্পন্ন করা হয়েছে।

 

বর্তমানে আরো অনুসন্ধান করে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

রিপোর্ট : রাজীব সেন প্রিন্স। 

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!