চট্টগ্রামে দুই ল্যাবে ৩ জনের করোনা শনাক্ত

শূন্য দশমিক ২২ শতাংশ হারে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় মাত্র ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাও পরীক্ষা হওয়া নয়টি ল্যাবের মধ্যে মাত্র দুটি ল্যাবে করোনা পজিটিভ রোগী পাওয়া যায়। শনাক্তদের মধ্যে ২ জন নগরের এবং ১ জন লোহাগাড়া উপজেলার বাসিন্দা। এদিনও চট্টগ্রামে করোনায় কারও প্রাণহানি হয়নি।

এ নিয়ে চট্টগ্রামে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ৩৫০ জনে। এর মধ্যে ৭৪ হাজার ৫০ জন নগরের এবং ২৮ হাজার ৩০০ জন উপজেলার বাসিন্দা। অন্যদিকে, চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৩০ জনই স্থির আছে। যাদের মধ্যে ৭২৩ জন নগরের এবং ৬০৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

রোববার (২১ নভেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৩৮১ জনের নমুনা পরীক্ষায় তিনজনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার প্রায় শূন্য দশমিক ২১ শতাংশ।

ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে সবচেয়ে বেশি ৫৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখানে করোনায় একজনও শনাক্ত হননি। নগরীর বিশেষায়িত কোভিড চিকিৎসা কেন্দ্র আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল-এ ৩টি নমুনা পরীক্ষায় শহরের একটির রেজাল্ট পজিটিভ আসে। বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে ৪১০টি নমুনার মধ্যে শহর ও গ্রামের একটি করে নমুনায় ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়।

এদিকে, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেকহা) ল্যাবে ৮, ইম্পেরিয়াল হাসপাতালে ২০৮, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৭১, মেডিকেল সেন্টার হাসপাতালে ২৫ ও এপিক হেলথ কেয়ারে ১২টি নমুনা পরীক্ষা হয়। নগরীর এ পাঁচ ল্যাবরেটরিতে পরীক্ষিত ৪২৪ নমুনার সবকটিরই নেগেটিভ রেজাল্ট মিলে। কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবেও চট্টগ্রামের কোনো নমুনা পাঠানো হয়নি।

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), এন্টিজেন টেস্ট, ল্যাব এইড ও মেট্রোপলিটন হাসপাতালে কোনো নমুনা পরীক্ষা হয়নি।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!