চট্টগ্রামে দুই ‘চাঁদাবাজ’ গ্রেপ্তার

চট্টগ্রামে বায়েজিদে দুলাল ও শাকিল নামের দুই ‘চাঁদাবাজ’কে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকাল পাঁচটায় বায়েজিদের রৌফাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, ২০১৫ সালে বায়েজিদের ধর্মপুর সোসাইটিতে ওয়ার্ড কমিশনার সাহেদ ইকবাল বাবুর কাছ থেকে অ্যাডভোকেট জুবাঈদা ছরওয়ার চৌধুরী নিপা একটি জায়গা ক্রয় করেন। পরে গত ২৩ অক্টোবর রেজাউল করিম নামের একব্যক্তি ফোন করে জুবাঈদার স্বামী সরোয়ার আলমকে বলেন এখানে জায়গা ক্রয় বা ঘর নির্মাণ করলে চাঁদা দিতে হবে। চাঁদা না দিলে এখানে কিছু করা যাবে না। চাঁদা না দেওয়ায় মঙ্গলবার (২২ ডিসেম্বর) অ্যাডভোকেট জুবাঈদার নির্মাণাধীন ঘর ভাংচুর করে সন্ত্রাসীরা। পরে তারা নির্মাণশ্রমিক ও কেয়ারটেকারকে মারধর করে প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় সন্ত্রাসীরা জুবাঈদার স্বামীকে অস্ত্র ঠেকিয়ে হুমকি দেয়।

এ বিষয়ে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ এলাকা থেকে চাঁদা দাবির মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুইজনকে কারাগারে পাঠানো হয়েছে।

এএন/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!