চট্টগ্রামে দিনরাত খেটে যাওয়া ম্যাজিস্ট্রেটই করোনার কবলে

এবার করোনায় আক্রান্ত হলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হাসান।

চট্টগ্রামের বিশেষায়িত হাসপাতাল বিআইটিআইডিতে নমুনা দিলে শনিবার (১৯ সেপ্টেম্বর) তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। তবে তার শরীরে জ্বর, কাশি ও ব্যথা রয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি মাসুদ রানা চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, আমার সহকর্মী আলী হাসানের আগে থেকে করোনার কোন লক্ষণ না থাকলেও গতকাল বিকেল থেকে জ্বর ও ব্যথা অনুভব হয় এবং রাতে জ্বর ও ব্যথা বেড়ে যায়। আজ সকালে করোনা পরীক্ষার জন্য বিআইটিআইডি ল্যাবে নমুনা দেওয়া হলে তার করোনা পজিটিভ আসে। বর্তমানে তিনি লালখানবাজার ম্যাজিস্ট্রেট কলোনিতে সরকারি বাসায় আইসোলেশনে রয়েছেন।
চট্টগ্রামে দিনরাত খেটে যাওয়া ম্যাজিস্ট্রেটই করোনার কবলে 1

করোনা ভাইরাস উদ্ভুত পরিস্থিতিতে এলাকা লকডাউন, বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে ম্যাজিস্ট্রেট আলী হাসান মাঠ পর্যায়ে সক্রিয় থেকে দায়িত্ব পালন করেছেন।

প্রসঙ্গত, ১২ সেপ্টেম্বর চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে ১০ সেপ্টেম্বর তাঁর স্ত্রী ও বড় ছেলে করোনায় আক্রান্ত হন। ১৬ সেপ্টেম্বর স্ত্রীসহ জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন করোনা আক্রান্ত হন।

সিএম/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!