চট্টগ্রামে তেলবাহী ট্রেনের ধাক্কায় ২ নারীর মৃত্যু,আহত চার, তদন্ত কমিটি গঠন

 

বিশেষ প্রতিনিধি,চট্টগ্রাম প্রতিদিন ::

 

চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট রেলক্রসিংয়ে তেলবাহী একটি ট্রেন বিআরটিসির যাত্রীবাহী একটি বাসকে ধাক্কা দিলে বাসটির দুই নারী যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো চার বাস যাত্রী। আজ সোমবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

 

13246176_1733511406927708_9077513225102631009_o

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও অন্যজনের পরিচয় এখনো কেউ জানাতে পারেনি।  নিহতরা হলেন, মরিয়ম বিবি (৪০) ও ২০ বছর বয়সী এক তরুণী। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ক্যাজুয়ালিটি ও ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

 

 

এদিকে এ দূর্ঘটনার পরপর চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে। রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা মিয়া জাহানকে আহ্বায়ক করে এ কমিটি গ13227714_1733511443594371_5511289928489077172_oঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন বিভাগীয় প্রকৌশলী রফিকুল ইসলাম, বিভাগীয় সিগন্যাল ও টেলি কমিউনিকেশন কর্মকর্তা মো. সেলিম ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (লোকো) সাইফুল ইসলাম। এ কমিটি দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দায়ী ব্যক্তিদের শনাক্ত করে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়।

 

 

দূর্ঘটনা সম্পর্কে প্রত্যক্ষদর্শীরা জানায়, তেলবাহী একটি ট্রেন নগরীর বটতলী স্টেশন থেকে ছেড়ে দোহাজারির দিকে যাচ্ছিল। অন্যদিকে বিআরটিসি বাসটি অক্সিজেন থেকে শহরের দিকে আসার পথে ষোলশহরের ২নং রেলগেটে ক্রসিংয়ের উপর উঠে পড়ে। সামনে পিছনে যানজট থাকায় বিআরটিসি বাসটি দুর্ঘটনার শিকার হয়। এসময় ট্রেনের ধাক্কায় বাসটি চুরমার হয়ে ৬ জন বাসযাত্রী আহত হয়। আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসক দু্ইজনকে মৃত ঘোষণা করেন।

 

 

পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনা13235637_1733511403594375_170815467697495387_oর আসিফ মহিউদ্দিন বলেন, বাসটি সিগন্যাল না মেনে রেলক্রসিং পার হতে যায়। এ সময় মালবাহী ট্রেনটি এসে পড়ে। ট্রেনটি ধাক্কা দিয়ে বাসটিকে প্রায় ১৫০ গজ দূরে নিয়ে যায়। এ সময় দুজন নিহত ও কয়েকজন আহত হন।

 

 

 

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ হামিদ জানান, দুই নম্বর গেট এলাকায় তেলবাহী ট্রেনের ধাক্কায় বিআরটিসি একটি বাস উল্টে গিয়ে আহত ছয়জনকে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়। এসময় কর্তৃব্যরত চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন। একজনের নাম জানা গেলে অন্যজনের পরিচয় জানা যায়নি বলে জানায় এ কর্মকর্তা।

 

জিআরপি থানার ওসি হিমাংশু দাশ রানা জানান, দুর্ঘটনা কবলিত বাসটি রাস্তার ওপর থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং পিডিবি শাটলটিও গন্তব্যস্থলে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

 

রিপোর্ট : রাজীব সেন প্রিন্স ::

 

এ এস / জি এম এম / আর এস পি ::

 

 

 

 

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!