চট্টগ্রামে ঢাবির ভর্তি পরীক্ষায় অংশ নিলেন ৮৭০০ শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৮ হাজার ৭০০ জন ভর্তিচ্ছু। যা চবি কেন্দ্রে আবেদন করা শিক্ষার্থীদের ৮৮ শতাংশ।

শুক্রবার (১ অক্টোবর) বেলা ১১টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ১১ হাজার ২১০ জন ভর্তিচ্ছুর অংশ নেওয়ার কথা ছিল।

চট্টগ্রামে ঢাবির ভর্তি পরীক্ষায় অংশ নিলেন ৮৭০০ শিক্ষার্থী 1

বিষয়টি নিশ্চিত করে চবি বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম হাসান বলেন, ‘ক-ইউনিটের পরীক্ষায় মোট ৮ হাজার ৭০০ জন অংশ নিয়েছে। শতকরার হিসাবে তা ৭৭.৬১ ভাগ। আর ২২.৩৯ ভাগ বা ২ হাজার ৫১০ জন আবেদনকারী অংশ নেননি।’

এ দিকে প্রথম দিনের ভর্তি পরীক্ষা কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে।

বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর এস এ এম জিয়াউল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক-ইউনিটের ভর্তি পরীক্ষা কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। যেকোন ধরনের জালিয়াতি ঠেকাতে আমরা সতর্ক অবস্থায় আছি।’

এমআইটি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!