চট্টগ্রামে ডেঙ্গুতে একদিনের ব্যবধানে দুজনের মৃত্যু

চট্টগ্রামে একদিনের ব্যবধানে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুসহ দুই রোগীর মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দুইজনের মৃত্যু হয়।

এদের একজন হলেন, চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুলের গাউসিয়া তৈয়বিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক সাদ্দাম হোসেন আল কাদেরি (৩৪) ও অপরজন নগরের বাসিন্দা পাঁচ বছর বয়সী শিশু ইউসরা।

বুধবার (১৭ নভেম্বর) সকাল ৮টা ১৮ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিক্ষক সাদ্দাম হোসেনের। আর মঙ্গলবার সকালে মৃত্যু হয় আইটি শিক্ষক মেহরাজুল হকের সন্তান শিশু ইউসরার।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফাহিম রেজা চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় শিশু ইউসরার রক্তক্ষরণ হচ্ছিল।

রক্তের প্লেট কমে যাচ্ছিল। গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ইউসরা।

মেডিসিন বিভাগ সূত্রে জানা যায়, বুধবার সকালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সীতাকুণ্ডের কদমরসুলের গাউসিয়া তৈয়বিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক সাদ্দাম হোসেন আল কাদেরি।

আইএমই/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!