চট্টগ্রামে জেলা প্রশাসনের আরও এক কর্মকর্তা করোনায় আক্রান্ত

করোনার শিকার মোট ৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট

চট্টগ্রামে এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন জনপ্রশাসনের আরও এক কর্মকর্তা। এ নিয়ে জেলা প্রশাসনে মোট ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট করোনা আক্রান্ত হলেন।

সর্বশেষ শুক্রবার (১২ জুন) চট্টগ্রামের করোনা পরীক্ষার ল্যাব থেকে পাওয়া নমুনা প্রতিবেদনে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব পরিচালক ইয়াসমীন পারভীন তিবরীজির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইয়াসমীন পারভীন তিবরীজি কয়েকদিন ধরে হালকা জ্বর ও কাশিতে ভুগছিলেন। তিনি গত ৩ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা জমা দেন। এর নয়দিন পর শুক্রবার (১২ জুন) নমুনা প্রতিবেদনে তার করোনা পজিটিভ আসে।

তিন সন্তানের মা ইয়াসমীন পারভীন তিবরীজি বর্তমানে বাসায় আইসোলোশনে সুস্থ আছেন বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক।

প্রসঙ্গত গত ১৬ মে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার, ২৪ মে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান, ৪ জুন অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) আবু হাসান সিদ্দিক এবং পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এহসান মুরাদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

সিএম/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!