চট্টগ্রামে জেনারেল এলিভেটরের আনুষ্ঠানিক অভিযাত্রা

আমেরিকা ও চীনের যৌথ ব্যবসায়িক প্রতিষ্ঠান জেনারেল এলিভেটর করপোরেশনের ইন্টারন্যাশনাল সেলস্ ডিরেক্টর ক্রিস বলেছেন, ব্যবসার জন্য চট্টগ্রাম অত্যন্ত উর্বর জায়গা এবং এ ক্ষেত্রে অতীত ইতিহাস সমৃদ্ধ। সেই সাথে এখানকার মানুষ প্রকৃতিগতভাবে উদার।

প্রতিষ্ঠানের চট্টগ্রাম শাখার উদ্বোধন উপলক্ষে শনিবার (১১ মার্চ) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম ক্লাবের ব্যাঙ্কোয়েট হলে অনুষ্ঠিত সুধী সমাবেশে কি-নোট স্পিকারের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব চট্টগ্রাম কেন্দ্রের সদ্য নির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এমএ রশিদ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন। গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন—বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসীন কাজী।

প্রতিষ্ঠানের বাংলাদেশের চেয়ারম্যান রোটারিয়ান এম রকিব সরদার পিএইচএফের সভাপতিত্বে সূচনা বক্তব্য দেন প্রতিষ্ঠানের চট্টগ্রামের সিইও রোটারিয়ান মো. রাকিবুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের এমডি মাসুম সরদার।

অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন ডেভেলপার কোম্পানির শীর্ষ কর্মকর্তরা ছাড়াও অন্যদের মধ্যে লেখক-সাংবাদিক শওকত বাঙালি, চটগ্রামের প্রথম ক্লিনিক্যাল পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপিসহ চট্টগ্রামের বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ ফিতা কেটে প্রতিষ্ঠানটির চট্টগ্রাম কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।

আন্তর্জাতিক ব্যবসায়িক ব্যক্তিত্ব ক্রিস বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর এবং আধুনিকীকরণের সর্বোত্তম প্রচেষ্টার মাধ্যমে ক্রেতা সেবা নিশ্চিত করে বিধায় জেনারেল এলিভেটর করপোরেশন চল্লিশটিরও বেশি দেশে প্রত্যাশিত চাহিদা পূরণ করেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে জেনারেল এলিভেটর নির্ভরযোগ্যতার মানদণ্ডে দ্রুত অন্যতম শীর্ষস্থানীয় হিসাবে নিশ্চিত স্বীকৃতি লাভ করবে বলে দৃঢ় বিশ্বাস করেন তিনি।

জেনারেল এলিভেটর করপোরেশনের কর্মকর্তারা জানান, ১০০ বছরের পুরনো এই প্রতিষ্ঠান বাংলাদেশে ২০০৯ সালে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে গ্রাহক সেবায় উৎকর্ষ সাধনের প্রতিশ্রুতি রয়েছে। এটি খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশে একটি ভাল এবং প্রতিশ্রুতিশীল খ্যাতি অর্জন করেছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!