চট্টগ্রামে জাল সনদসহ যুবক ধরা

বিশ্বিবদ্যালয়ের সনদসহ যে কোন ধরনের সনদ জাল করতে পারেন তিনি। মোটা অংকের টাকা দিলে সব ধরনের জাল সনদ তৈরি করে দেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২০ সেপ্টেম্বর) শাহাদাত হোসেন নামের ৩১ বছর বয়সী এমনই এক যুবককে আটক করেছে র‌্যাব-৭।

আটক শাহাদাত ভোলা জেলার সদর এলাকার পশ্চিমচর মৌয়াবাদের এস আব্দুল আজিজের ছেলে।

র‌্যাব জানিয়েছে, দীর্ঘদিন ধরে শাহাদাত কম্পিউটার জ্ঞানকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের জাল সনদ তৈরি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলশী থানার টেকনিক্যাল মোড়ের একটি দোকান থেকে তাকে আটক করা হয়। এ সময় তার দোকান তল্লাশি করে বিভিন্ন ব্যক্তির নামে ২৩টি ভূয়া জন্মনিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাবোর্ডের সনদপত্র, বিশ্ববিদ্যালয় সনদ, সিটি কর্পোরেশনের প্রত্যয়নপত্র, আয়কর সনদপত্র ও কম্পিউটার জব্দ করা হয়েছে। আটকের পর শাহাদাতকে খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে।

সিএম/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!