চট্টগ্রামে জাল নোট বানিয়ে ছড়ানো হয় দেশজুড়ে

আমির হোসেন (২৫)। একজন জাল নোট ব্যবসায়ী। ঘরে বসে জাল নোট বানিয়ে তা চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করে আসছিল লোকটি। অবশেষে ১ লাখ ৫৬ হাজার জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ ধরা পড়ল র‌্যাবের হাতে।

বুধবার (২৩ জুন) চট্টগ্রামের মিরসরাই জোরারগঞ্জ থানার মধ্যম সোনাপাহাড় এলাকায় অভিযান চালিয়ে জালনোট এবং জালনোট তৈরির উপকরণসহ তাকে আটক করা হয়। আটক আমির হোসেন জোরারগঞ্জ থানার মধ্যম সোনাপাহাড় ইউনিয়নের আলী হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (২৪ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭’র সহকারী পরিচালক মিডিয়া মো. নুরুল আবছার।

র‌্যাব সূত্র জানায়, চট্টগ্রামে গোপনে খবর পেয়ে চট্টগ্রামের জোরারগঞ্জ থানার মধ্যম সোনাপাহাড় বেদে পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৫৬ হাজার ৭০০ জাল টাকাসহ একজনকে আটক করে। অভিযানে একটি ল্যাপটপ, একটি প্রিন্টার ও ৩৯টি জাল টাকার কাগজ উদ্ধার করা হয়েছে। পরে তাকে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সিএম/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!