চট্টগ্রামে জাল খতিয়ানে খাজনা দিতে এসে যুবক কারাগারে

চট্টগ্রামের বোয়ালখালীতে জাল খতিয়ান নিয়ে ভূমি অফিসে খাজনা দিতে আসায় এক যুবককে কারাগারে পাঠিয়েছেন ম্যাজিস্ট্রেট।

সাজাপ্রাপ্ত যুবকের নাম বাবলা কুমার পাল (৪৭)। তিনি আনোয়ারার গুজরা গ্রামের মৃত অজিত কুমার পালের ছেলে।

বুধবার (৯ নভেম্বর) উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন এই শাস্তি দেন।

জানা গেছে, উপজেলার গোমদণ্ডী ইউনিয়ন ভূমি অফিসে খাজনা পরিশোধের জন্য দাখিল করা খতিয়ান যাচাই করে জাল প্রমাণ হয়। এরপর বাবলা কুমার পালকে আটক করা হয়। পরে তাকে শাস্তি দিয়ে জেলে পাঠানো হয়।

এই সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন সেবাপ্রার্থী, আবেদনকারীরা ভূমি অফিসে ভুয়া ও জাল দলিল, ওয়ারিশ সনদ, আদালতের রায়-ডিক্রী দাখিল না করার অনুরোধ জানান।

তিনি বলেন, ‘যাচাইয়ের পর দাখিল করা কোনো দলিল, ওয়ারিশ সনদ, রায়-ডিক্রী ভূয়া-জাল প্রমাণিত হলে আবেদনকারী বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!