চট্টগ্রামে জলাবদ্ধতার কারণে দেড় ঘণ্টা দেরিতে ছাড়লো দ্বিতীয় হজ্ব ফ্লাইট

জলাবদ্ধতার কারণে প্রায় দুই ঘন্টা দেরিতে শাহ আমানত বিমানবন্দর ছেড়ে গেছে দ্বিতীয় হজ্ব ফ্লাইট। বাংলাদেশ বিমানের এ উড়োজাহাজটি (৮ জুলাই) পৌনে ১১টায় চট্টগ্রাম ছেড়ে যাওয়ার কথা থাকলেও যাত্রীরা যথা সময়ে আসতে না পারায় বিমানটি ছেড়েছে ১২টা ৩৫ মিনিটে।

জানা যায়, দ্বিতীয় হজ্ব ফ্লাইটটি সোমবার সকাল পৌনে ১১টায় চট্টগ্রাম বিমান বন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল। জলাবদ্ধতার কবলে পড়ার কারণে যাত্রীরা সঠিক সময়ে বিমান বন্দরে পৌছঁতে পারেননি। ফলে বাধ্য হয়ে হজ্ব ফ্লাইট বিলম্ব করা হয়। ৪১৯ জন হজ্ব যাত্রী নিয়ে বোয়িং ৭৭৭ বিমানটি দেরিতে ছাড়ার কথা থাকলেও সাতজন যাত্রীর অনুপস্থিততে ৪১২ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম ছাড়ে।

এ ব্যাপারে সিভিল এভিয়েশনের সিনিয়র অফিসার মোহাম্মদ উল্লাহ বলেন, জলাবদ্ধতার কারণে যাত্রীরা নির্দিষ্ট সময়ে বিমানবন্দরে না আসায় বিমান দেড় ঘন্টা দেরিতে চট্টগ্রাম ছেড়ে যায়। তারপরেও সাতজন যাত্রী যেতে পারেননি।

এর আগে (৭ জুলাই) শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে নির্ধারিত সময়ে প্রথম হজ্ব ফ্লাইট ছেড়ে যায়। ৩৩টি ফ্লাইটের সব মিলিয়ে ১০ হাজার হজ্বযাত্রী পরিবহন করবে বিমান বাংলাদেশ।

সিএম/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!