চট্টগ্রামে গরিব মানুষকে খাবার পৌঁছে দিচ্ছে জেলা প্রশাসন

চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে সিটি কর্পোরেশন ও উপজেলায় পর্যায়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। প্রথম দিনই ৫০০ জনকে ১৬ কেজি করে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। শনিবার (২৮ মার্চ) এ কার্যক্রম শুরু করে চট্টগ্রাম জেলা প্রশাসনের কর্মকর্তারা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১০ কেজি চাল, ১ কেজি করে চিড়া, ডাল, চিনি, লবন, ১ লিটার সয়াবিন তেল ও আধা কেজি নুডলস প্রতি পরিবারকে দেওয়া হচ্ছে। শনিবার নগরীর রেলস্টেশন, আগ্রাবাদের আখতারুজ্জামান সেন্টার মোড়, অলংকার মোড়, জিইসি মোড় ও ওয়াসা মোড় এলাকায় দিনমজুর, রিক্সাচালক ও দরিদ্রের মাঝে এসব শুকনো খাবার বিতরণ করা হয়।

চট্টগ্রামে গরিব মানুষকে খাবার পৌঁছে দিচ্ছে জেলা প্রশাসন 1

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের পক্ষে এসব খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সজীব চক্রবর্তী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম।

জানা গেছে, এ কর্মসূচির আওতায় চট্টগ্রাম মহানগরীর পাশাপাশি ১৫টি উপজেলা এবং পৌরসভাগুলোর দরিদ্র, দিনমজুর পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিবে উপজেলা নির্বাহী অফিসাররা।

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!