চট্টগ্রামে খুন করে লুকিয়েছিল ঢাকায়, ধরা পুলিশের জালে

চট্টগ্রামের কর্ণফুলীতে আনোয়ার হত্যা মামলার প্রধান আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার আসামির নাম জাহাঙ্গীর আলম (২৫)। শুক্রবার (১২ আগস্ট) রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে ঢাকার কদমতলী থেকে গ্রেপ্তার করে কর্ণফুলী থানা পুলিশ।

জাহাঙ্গীরকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল মাহমুদ।

ওসি বলেন, ‘গ্রেপ্তারের পর জাহাঙ্গীরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি খুনে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।’

এর আগে গত ১০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ইলিয়াছ বিল্ডিংয়ের সামনে পাকা রাস্তায় মো. নুরুল আনোয়ারকে (৩১)রামদা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মো. জাহাঙ্গীর (২৫), মো. আলমগীর (২০) ও তাদের বাবা মো. ইদ্রিস ওরফে বাইশ্যাকে (৫০) আসামি করে মামলা করেন আনোয়ারের বড় ভাই নুরুল আবছার।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুমন দে বলেন, ‘হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে আবছার হত্যার প্রধান আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!