‘চট্টগ্রামে কেউ অস্থিরতা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে’

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান বলেছেন, সরকারের নির্দেশনায় আইন-শৃংখলা বাহিনীর তৎপরতায় জঙ্গিবাদ প্রায় নির্মুল হয়ে গেছে। ক্যাসিনো, মাদক, সন্ত্রাস পুরোপুরি নির্মুল করতে না পারলেও কতটুকু প্রশমিত করা যায় সে বিষয়গুলো প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে দেখতে হবে। ফেসবুকে পোস্ট দিয়ে ভোলার ঘটনায় সরকার কাউকে ছাড় দেবে না। এ ঘটনাকে করে চট্টগ্রামে কেউ অস্থিরতা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে। সারাদেশের ন্যায় চট্টগ্রাম বিভাগের প্রত্যেক জেলায় অতিরিক্ত নজরদারী বাড়ানোর মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রনে প্রশাসন প্রস্তুত রয়েছে।

হাটহাজারীর ও অন্যান্য এলাকার মাদ্রাসা এবং মঠ-মন্দিরগুলোতে পুলিশের পর্যাপ্ত ফোর্স দেওয়া হয়েছে, বিজিবিও নামানো হচ্ছে।

সোমবার (২১ অক্টোবর) সকাল ১০টায় চট্টগ্রাম সার্কিট হাউসে পৃথকভাবে অনুষ্ঠিত চট্টগ্রাম আঞ্চলিক টাস্কফোর্স সভা, বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভা, জেলা প্রশাসক সমন্বয় সভা ও বিভাগীয় রাজস্ব সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে বক্তব্য রাখেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক, সিএমপি কমিশনার মো, মাহাবুবর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা, বিভাগীয় স্থানীয় সরকার পরিচালক দীপক চক্রবর্তী, বিজিবির রিজিয়ন কমান্ডার ব্রি. জেনারেল মো. আমীরুল ইসলাম সিকদার, ডিজিএফআইর পরিচালক ব্রি. জেনারেল মোহাম্মদ এমদাদ উল্লাহ ভূঁইয়া, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. নুরুল আলম নিজামী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. হাবিবুর রহমান, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. নুরুল আলম নিজামী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. হাবিবুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন (চট্টগ্রাম), তন্ময় দাস (নোয়াখালী), একেএম মামুনুর রশীদ (রাঙামাটি), মো. মাজেদুর রহমান খান (চাঁদপুর), আবুল ফজল মীর (কুমিল্লা), মো. কামাল হোসেন (কক্সবাজার), মোহাম্মদ দাউদুল ইসলাম (বান্দরবান), অঞ্জন চন্দ্র পাল (লক্ষ্মীপুর), প্রতাপ চন্দ্র বিশ্বাস (খাগড়াছড়ি), মো. ওয়াহিদুজ্জামান (ফেনী), হায়াত-উদ-দৌলা (ব্রাহ্মণবাড়ীয়া), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক প্রফেসর ড. গাজী গোলাম মওলা, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক মো. সামছুল আলম, চিটাগাং চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. মজিবুর রহমান পাটওয়ারী প্রমুখ।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!