চট্টগ্রামে কর্ণফুলী গ্যাসের বিল দেওয়া যাবে বিকাশে

এখন থেকে কর্ণফুলী গ্যাসের আবাসিক সংযোগের বিল মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে পরিশোধ করা যাবে।

এর ফলে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামসহ আশপাশের ১১টি উপজেলার কর্ণফুলী গ্যাসের প্রায় ছয় লাখ আবাসিক গ্রাহক যে কোনো সময় যে কোনো স্থান থেকে বিকাশ অ্যাপ দিয়ে মুহূর্তেই বিল পরিশোধ করতে পারবেন।

চট্টগ্রাম শহর, সীতাকুণ্ড, মিরসরাই, হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, পটিয়া, বোয়ালখালী, আনোয়ারা, ফটিকছড়ি, কাপ্তাই এবং রাঙামাটি পার্বত্য জেলার কেপিএম এলাকার যে বিশাল সংখ্যক গ্রাহক কর্ণফুলী গ্যাসের সেবা ব্যবহার করেন, তারা বাসার বাইরে না গিয়ে লাইনে না দাঁড়িয়েই গ্যাস বিল পরিশোধের সুযোগ পাবেন।

বিল পরিশোধ করতে বিকাশ অ্যাপের পে-বিল আইকন থেকে ‘গ্যাস’ নির্বাচন করতে হবে। এরপর ‘কর্ণফুলী গ্যাস’ নির্বাচন করবেন। পরের ধাপে মাস নির্বাচন করতে হবে। এরপর কাস্টমার কোড ও মোবাইল নম্বর দিতে হবে।

সবশেষে বিকাশ পিন দিয়ে প্রক্রিয়া শেষ করতে হবে।

এছাড়া বিকাশ *২৪৭# দিয়েও গ্রাহক এই বিল পরিশোধ সেবাটি ব্যবহার করা যাবে। বিলের পরিমাণের সাথে শতাংশ হারে সর্বোচ্চ ৩০ টাকা পর্যন্ত সার্ভিস চার্জ যুক্ত হবে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!