চট্টগ্রামে করোনা যুদ্ধে জিতলো আরও ৩ জন

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে আরও ৩ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) তারা হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেন। এদের ৩ জন নগরীর এবং ১ জন সাতকানিয়া উপজেলার বাসিন্দা।

এ নিয়ে চট্টগ্রামে সুস্থ হয়ে বাড়ি ফিরা করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ১০ জনে।

জানা গেছে, সাগরিকা এলাকায় শনাক্ত হওয়া গার্মেন্ট কর্মকর্তা ওমর আলীর স্ত্রী শামীমা আক্তার (৪০) ও মেয়ে সামীরা আক্তার রেশমি (১৮) সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন৷ এর আগে বুধবার সুস্থ হন ওমর আলী।

ওমর আলীর পরিবারের ৫ সদস্য করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। যাদের ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।

কিন্তু করোনায় আক্রান্ত তার দুই ছেলে এখনো জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা সুস্থ হয়েছেন কিনা তা জানতে নমুনা সংগ্রহ করে গত ১৮ এপ্রিল পরীক্ষার জন্য পাঠিয়েছে জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এ রিপোর্ট বৃহবৃহস্পতিবার সকাল পর্যন্ত হাতে আসেনি।

এছাড়া সাতকানিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জাহেদুল ইসলামও বৃহস্পতিবার ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্ববধায়ক অসীম কুমার নাথ এসব তথ্য নিশ্চিত করে চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘বৃহস্পতিবার ৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সবশেষ নমুনা পরীক্ষায় তাদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছিল।’

এর আগে বুধবার জেনারেল হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেন ৫ জন। তার আগে
বিআইটিআইডি থেকে ২ জন করোনাভাইরাস আক্রান্তকে সুস্থ ঘোষণা করে।

চট্টগ্রামে করোনা শনাক্ত হওয়া ৪৩ জনের মধ্যে নগরীর বাসিন্দা ২৬ জন এবং জেলার বাসিন্দা ১৭ জন।

এছাড়া সুস্থ হয়ে উঠা মোট ১০ জনের মধ্যে ৮ জন নগরীর, একজন সীতাকুণ্ডের, ১ জন সাতকানিয়া উপজেলার বাসিন্দা।

এআরটি/এসআর/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!