চট্টগ্রামে করোনা পরীক্ষার জন্য এল ৮ হাজার কিট, চমেকে গেল ৩ হাজার

চট্টগ্রামে করোনাভাইরাস পরীক্ষার প্রধান পরীক্ষাগার হাতে পেল আরও পাঁচ হাজার কিট। চালু না হলেও চট্টগ্রাম মেডিকেলের ল্যাবও পেয়েছে তিন হাজার কিট।

এর আগে রাজধানীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটকে (আইইডিসিআর) করোনাভাইরাসের কিটের জন্য চাহিদাপত্র দিয়েছিল চট্টগ্রামের ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)। এরপর ২৭ এপ্রিল বিআইটিআইডিতে এসে পৌঁছায় মোট পাঁচ হাজার কিট।

সর্বশেষ গত ১৬ এপ্রিল করোনা ভাইরাস পরীক্ষার জন্য ১ হাজার ৯২০টি কিট পেয়েছিল চট্টগ্রামের বিআইটিআইডি। ওইদিন রাতেই শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের গাড়িতে করে আনা কিটগুলো বিআইটিআইডিকে হস্তান্তর করা হয়।

অন্যদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার প্রস্তুতি পুরোদমে চললেও ল্যাবটি চালু হতে সময় লাগবে আরও কমপক্ষে একসপ্তাহ। তবে ল্যাব চালু না হলেও করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য তারা ইতিমধ্যে তিন হাজার কিট পেয়েছে ঢাকার আইইডিসিআর থেকে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!