চট্টগ্রামে করোনা আইসোলেশন সেন্টারে আম আপেল মাল্টা পাঠালেন রাষ্ট্রপতির সহধর্মিনী

চট্টগ্রামের হালিশহরের বেসরকারি উদ্যোগে পরিচালিত করোনা আইসোলেশন সেন্টারের রোগীদের জন্য আম, আপেল ও মালটা পাঠিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদের সহধর্মিণী রাশেদা খানম।

রোববার (১২ জুলাই) এসব ফল আইসোলেশন সেন্টারে পাঠান তিনি।

আইসোলেশন সেন্টারের উদ্যোক্তা গোলাম সামদানী জনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘রোববার সকালে করোনা আইসোলেশন সেন্টারের রোগীদের জন্য আম, আপেল ও মালটা পাঠিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের সহধর্মিণী রাশেদা খানম। চট্টগ্রামের মানুষের প্রতি ওনার মমত্ববোধ এর মাধ্যমেই প্রকাশ পেল।’
চট্টগ্রামে করোনা আইসোলেশন সেন্টারে আম আপেল মাল্টা পাঠালেন রাষ্ট্রপতির সহধর্মিনী 1
আইসোলেশন সেন্টারের উদ্যোক্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, ‘সকলের আন্তরিক সহযোগিতা ও উৎসাহে চট্টগ্রামের তরুণরা এই আইসোলেশন সেন্টার গড়ে তুলেছে। সরকারি-বেসরকারি হাসপাতালে নৈরাজ্যের যাতাকলে পিষ্টি হয়ে রোগীরা যে যন্ত্রণায় ভুগছিলেন, তা অনেকটাই লাঘব করেছে এই আইসোলেশন সেন্টার।’

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!