চট্টগ্রামে করোনার মুমূর্ষু রোগী যাবে ১২ হাসপাতালের আইসিইউতে

চট্টগ্রাম মহানগরীতে করােনা ভাইরাসে আক্রান্ত ঝুঁকিপূর্ণ রোগীদের প্রয়োজনে ভেন্টিলেটর সাপোর্ট দিতে পর্যায়ক্রমে ৪ ধাপে ১২টি হাসপাতালের আইসিইউ বেড ব্যবহার করার ঘোষণা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। এই ১২টি হাসপাতালে মোট ১৫০টি আইসিইউ বেড রয়েছে বলে জানা গেছে। প্রতি ধাপে তিনটি করে হাসপাতাল ব্যবহার করা হবে। এই তিনটির সিট পূর্ণ হলে পরের তিনটি ব্যবহার করা হবে।

গত ২৫ মার্চ অনুষ্ঠিত করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরােধ ও মােকাবেলায় সশস্ত্র বাহিনী, প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ সমন্বয়ে বিভাগীয় কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী কমিটির চার সদস্য সরেজমিনে পরিদর্শন করে এই ১২ টি হাসপাতালের তালিকা চূড়ান্ত করেন। ৪ ধাপে পর্যায়ক্রমে এই হাসপাতালগুলোর আইসিইউ বেড ব্যবহারের কথা জানিয়ে গত ৪ এপ্রিল একটি প্রজ্ঞাপন জারি করেছে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ।

বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী। তিনি বলেন, ‘করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য আইসিইউ ও ভ্যান্টিলেটর সাপোর্টের প্রয়োজন হবে। এই সুবিধা প্রয়োজন হলে আমরা বেসরকারি ১২টি হাসপাতালের আইসিইউ বেড ব্যবহার করবো। ৪ ধাপে পর্যায়ক্রমে আমরা এসব হাসপাতালের বেড ব্যবহার করবো। প্রতি ধাপে তিনটি করে হাসপাতাল ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তিনটির সিট পূর্ণ হলে আমরা পরের তিনটি ব্যবহার করবো। এভাবেই করোনা আক্রান্তদের নিরবিচ্ছিন্ন সেবা চালু রাখার পরিকল্পনা রয়েছে আমাদের।’

যেসব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের আইসিইউ বেড ব্যবহার করার তালিকা করা হয়েছে, তার মধ্যে প্রথম ধাপে রয়েছে পাঁচলাইশের পার্ক ভিউ হাসপাতাল, জিইসি মোড়ের মেট্রোপলিটন হাসপাতাল এবং খুলশীর ইম্পেরিয়াল হাসপাতাল

দ্বিতীয় ধাপে রয়েছে কাতালগঞ্জের সার্জিস্কোপ হাসপাতাল ইউনিট ২, পাঁচলাইশের ডেল্টা হাসপাতাল এবং পাঁচলাইশের সিএসটিসি হাসপাতাল।

তৃতীয় ধাপে রয়েছে ওআর নিজাম রোডের সিএসসিআর হাসপাতাল, মেহেদিবাগের ন্যাশনাল হাসপাতাল এবং ওআর নিজাম রোডের এশিয়ান স্পেশালইজড হাসপাতাল।

চতুর্থ ধাপে রয়েছে ওআর নিজাম রোডের রয়েল হাসপাতাল, ওআর নিজাম রোডের মেট্রোপলিটন হাসপাতাল এবং মেহেদিবাগের ম্যাক্স হাসপাতাল

এআরটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!