চট্টগ্রামে করোনার বিষ আড়াই হাজার ছুঁই ছুঁই

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনা পজিটিভ রোগী শনাক্ত হলেন ২২৯ জন। এর মধ্যে ১৮৫ জন নগরের এবং জেলার সাতটি উপজেলা থেকে শনাক্ত হয়েছেন ৪৪ জন।

এবার নতুন করে আরও পাঁচজন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এদের একজন বায়েজিদের কুঞ্জছায়া আবাসিক এলাকার বাসিন্দা ৩২ বছর বয়সী নারী। অন্য চার চিকিৎসকই পুরুষ— আতুরার ডিপোর বাসিন্দা ২৭ বছর বয়সী, আসাদনগরের ৫৮ বছর বয়সী, মেহেদিবাগের ৫০ বছর বয়সী এবং নাসিরাবাদ হাউজিং সোসাইটির ৪২ বছর বয়সী চিকিৎসক। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৫০ বছর বয়সী এক স্বাস্থ্যকর্মী ছাড়াও স্টাফ কোয়ার্টাারের ৫৬ বছর বয়সী এক পুরুষ করোনায় আক্রান্ত হয়েছেন। চমেক হাসপাতালে এছাড়া ৩০ বছর বয়সী আরও একজন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। তবে তিনি কর্মী নাকি রোগী— সেটা জানা যায়নি। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ৩৮ ও ৪৫ বছর বয়সী দুই পুরুষ ও ১২ বছর বয়সী কিশোরীর মধ্যেও মিলেছে করোনার জীবাণু।

রোববার (২৪ মে) দুপুরে করোনা পজিটিভ হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হওয়া যে নারী সন্তান জন্ম দিয়েছিলেন, চার দিন পর বৃহস্পতিবার (২৮ মে) চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবের পরীক্ষায় ওই শিশুর নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বিএনএস পতেঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাত জন। এদের সবাই পুরুষ— বয়স যথাক্রমে ২১, ২২, ২৬, ৩৩ ও ৫৩। এছাড়া রয়েছেন ২০ বছর বয়সী দুই তরুণও।

চট্টগ্রাম নগর পুলিশে একইসঙ্গে আক্রান্ত হলেন ১৮ জন সদস্য। এদের বয়স যথাক্রমে ২৯, ৬২, ২০, ২৩, ৩৫, ৪৩, ৩৮, ৩৪, ২৮, ৩১, ৪৪ ও ৩৫। এছাড়া রয়েছেন ৪৬ বছর বয়সী দুজন, ২৩ বছর বয়সী দুজন, ২৪ বছর বয়সী তিনজন, ৩০ বছর বয়সী দুজন পুলিশ সদস্য।

দিনের পরীক্ষায় করোনাভাইরাসের জীবাণু শনাক্ত হল কোতোয়ালী থানার রহমতগঞ্জ এলাকার একই পরিবারের ৩৬ ও ৩৮ বছর বয়সী দুজন পুরুষ, একই এলাকার ৫০ বছর বয়সী অপর এক পুরুষ, কাজির দেউড়িতে একই পরিবারের দুজন— আট বছর বয়সী এক শিশু ও ৩০ বছর বয়সী মহিলা, লালখানবাজারে একই পরিবারের দুজন— ৪০ বছর বয়সী এক মহিলা ও ২৯ বছর বয়সী এক তরুণ, লালখানবাজারে আরও একজন ২৬ বছর বয়সী এক তরুণ, চান্দগাঁওয়ের ২৫ বছর বয়সী মহিলা, ১৯, ৩৪ ও ৩৮ বছর বয়সী তিনজন পুরুষ, আন্দরকিল্লা জেএমসেন হল এলাকায় ৬৪ বছর বয়সী এক মহিলা, ৫ বছর বয়সী এক শিশু, ১৬ বছরের কিশোরী. ২৮ বছরের তরুণী, পাঁচলাইশে ৪০ বছর বয়সী এক পুরুষ, সুগন্ধা এলাকায় ৫০ বছর বয়সী এক পুরুষ, কাতালগঞ্জে ৪৪ ও ৪৫ বছর বয়সী দুজন পুরুষ, পাঁচলাইশ কসমোপলিটন এলাকায় ৫০ বছর বয়সী এক পুরুষের শরীরে।

করোনায় আক্রান্ত হলেন রামপুর ওয়ার্ডের ধোয়া পাড়ায় ৩৬ বছর বয়সী এক পুরুষ, জামালখানের এনকে টাওয়ারে ৫০ বছর বয়সী এক পুরুষ, এনায়েতবাজারের ৬৩ বছর বয়সী এক মহিলা, অভয়মিত্র ঘাটের ৫১ বছর বয়সী এক পুরুষ, আসকার দিঘির পাড়ের ৩৮ বছর বয়সী এক পুরুষ, চাক্তাইয়ের ৬১ বছর বয়সী এক মহিলা, সল্টগোলা ক্রসিং এলাকার একই পরিবারের ৪৩ বছর বয়সী এক পুরুষ ও ৩২ বছর বয়সী এক নারী, দুই নম্বর গেট মেয়র গলির ৪৫ বছর বয়সী এক পুরুষ, দক্ষিণ খুলশীর ৩৭ বছর বয়সী এক পুরুষ, পাথরঘাটার ২০ বছর বয়সী এক তরুণী ও ৩৮ বছর বয়সী এক পুরুষ, গোলপাহাড়ে ৪৮ বছর বয়সী এক মহিলা, ১৬ বছর বয়সী এক কিশোরী ও ১৭ বছরের এক কিশোর, হাটহাজারী নন্দীরহাটে ৩২ বছর বয়সী এক পুরুষ, হিলভিউ হামজারবাগে ৩৪ বছর বয়সী এক পুরুষ, হিলভিউ হাউজিং সোসাইটির ৫৭ বছর বয়সী এক মহিলা।

নমুনা পরীক্ষায় আরও পজিটিভ শনাক্ত হলেন ষোলশহর ২ নম্বর রেলগেইটে ৪৪ বছর বয়সী এক পুরুষ, সিমেন্ট ক্রসিং এলাকায় ৩২ বছর বয়সী এক পুরুষ, মাঝিরঘাটে ২৮ বছর বয়সী এক পুরুষ, আগ্রাবাদ পশ্চিম ব্যাপারি পাড়ায় ৫৮ বছর বয়সী এক পুরুষ, উত্তর খুলশীতে ৫৭ বছর বয়সী এক পুরুষ, বহদ্দারহাট খাজা রোড পাক্কা দোকান এলাকায় ৩৭ বছর বয়সী এক মহিলা ও ৪০ বছর বয়সী এক পুরুষ, বউবাজার মিয়াখান নগর এলাকার ৭০ ও ৪৩ বছর বয়সী দুই পুরুষ ও ৩৩ বছর বয়সী এক মহিলা, মেহেদিবাগের ৫০ বছর বয়সী এক পুরুষ, দেওয়ানহাটের ২৪ বছর বয়সী এক পুরুষ, বলুয়ারদিঘির পাড়ের ৩৩ বছর বয়সী এক পুরুষ, হাজারী লেনের ১১ বছর বয়সী এক কিশোর, পার্ট কলোনির ৩২ বছর বয়সী এক পুরুষ, কাটগড় স্টিলমিল এলাকার ২৫ বছর বয়সী এক পুরুষ, কোতোয়ালীর এয়াকুবনগরের সিদ্দিকবাজারে ৪০ বছর বয়সী এক পুরুষ, আগ্রাবাদ মোগলটুলী বাজার এলাকায় ৪৯ বছর বয়সী এক পুরুষ, আকবরশাহ এলাকায় ৭০ বছর বয়সী এক পুরুষও।

করোনার জীবাণু মিললো পশ্চিম বাকলিয়া ডিসি রোডের ৩২ বছর বয়সী এক পুরুষ, পাহাড়তলীর ৮৮ বছর বয়সী এক পুরুষ, পাহাড়তলী ঝর্নাপাড়ার ৩৫ বছর বয়সী এক পুরুষ, দক্ষিণ বাকলিয়ার ৩১ বছর বয়সী এক পুরুষ, দেওয়ানবাজারের ২৮, ৪১ ও ৪৩ বছর বয়সী তিনজন পুরুষ এবং কেডিএস গলিতে ৬০ বছর বয়সী এক মহিলা, ফিরিঙ্গিবাজারের ৬৮ বছর বয়সী এক পুরুষ, হালিশহরের ৪০ ও ৬৪ বছর বয়সী দুজন পুরুষ ও ৩৪ বছর বয়সী এক মহিলা, কোরবানীগঞ্জের ৬০ বছর বয়সী এক মহিলা, খুলশীর ৪০ বছর বয়সী এক পুরুষ, চান্দগাঁও আউটার সিগন্যাল এলাকার ৩০ বছর বয়সী এক পুরুষ, কালুরঘাটের ৩০ বছর বয়সী এক পুরুষ, আসাদনগরের ৫৮ বছর বয়সী এক পুরুষ, ব্যাটারি গলি মনির প্লাজার ২৮ বছর বয়সী এক পুরুষ, আছদগঞ্জে ২৭ বছর বয়সী এক পুরুষ, বহদ্দারহাটে ১৩ বছর বয়সী এক কিশোর, নালাপাড়ায় ৫৩ বছর বয়সী এক পুরুষ, মাদারবাড়িতে ২৩ বছর বয়সী এক পুরুষ, নাসিরাবাদে ২১, ৪৭ ও ৫০ বছর বয়সী তিনজন পুরুষ ও ৩৩ বছর বয়সী এক নারী, হালিশহর বি-ব্লকে ১৮ বছর বয়সী এক তরুণী ও ৫৫ বছর বয়সী এক নারীর শরীরে।

সীতাকুণ্ড খাদেম প্লাজার ৫২ বছর বয়সী এক পুরুষ, বোয়ালখালীর ৩৯ বছর বয়সী এক পুরুষ, হাটহাজারীর ৩২ বছর বয়সী এক পুরুষ, রাউজানের চিকদাইর এলাকায় ৫০ বছর বয়সী এক পুরুষ ও গহিরায় ৫৫ বছর বয়সী এক পুরুষের শরীরেও মিলেছে করোনাভাইরাসের জীবাণু।

হাটহাজারী উপজেলায় নন্দীরহাটসহ সর্বোচ্চ ২৫ জন, সাতকানিয়ায় ৫ জন, লোহাগাড়ায় ৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর বাইরে বোয়ালখালী দুজন, রাউজানের চিকদাইর ও গহিরায় দুজন এবং সীতাকুণ্ড ও পটিয়ায় একজন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে গত ২৪ ঘন্টার সর্বশেষ নমুনা পরীক্ষায়।

এসআর/এআরটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!