চট্টগ্রামে করোনার নমুনা নেবে ব্র্যাকের ৬ বুথ

নমুনা দিতে গিয়ে ভোগান্তি এবং করোনা রোগীর সংখ্যা দ্রুতগতিতে বেড়ে যাওয়ার কারণে চট্টগ্রাম নগরীতে এবার ছয়টি বুথ স্থাপন করে সেখানে নেওয়া হবে করোনাভাইরাস পরীক্ষার নমুনা।

বেসরকারি সংস্থা ব্র্যাকের সহযোগিতায় রোববার (৩১ মে) ও সোমবার (১ জুন) নগরীজুড়ে এই ছয়টি বুথ চালু হতে যাচ্ছে।

জানা গেছে, প্রথম পর্যায়ে এই ছয়টি বুথ বসবে নগরীর জামালখানের চট্টগ্রাম প্রেস ক্লাব, আগ্রাবাদ বেপারীপাড়ার এমএ সালাম নগর স্বাস্থ্যকেন্দ্র, বিবিরহাট নগর স্বাস্থ্যকেন্দ্র, চান্দগাঁও হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর কাট্টলী আর্বান দাতব্য চিকিৎসালয় এবং ফিরিঙ্গিবাজারে।

দ্বিতীয় পর্যায়ে আন্দরকিল্লার পুরাতন নগর ভবন, মেনন-২ হাসপাতাল, অক্সিজেন আবদুর রহিমা দাতব্য চিকিৎসালয়, বন্দরটিলা মাতৃসদন হাসপাতালসহ আরও ছয়টি বুথ বসানোর পরিকল্পনা রয়েছে।

বেসরকারি সংস্থা ব্র্যাক এ কাজে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অবকাঠামো সহায়তা নিচ্ছে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!