চট্টগ্রামে করোনার এক কিটে শনাক্ত হবে একাধিক রোগী

চট্টগ্রামে নানান জটিলতার পর অবশেষে শুরু হয়েছে করোনাভাইরাস সংক্রামণ নির্ণয়ের পরীক্ষা। তবে ২৫ মার্চ থেকেই পরীক্ষামূলকভাবে এ পরীক্ষা শুরু হয় বলে জানিয়েছে সীতাকুণ্ডের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজেস (বিআইটিআইডি) কর্তৃপক্ষ। ২৫ ও ২৬ মার্চ দুই দিনে ৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা শুরু করে বিআইটিআইডি। এর আগে শুধুমাত্র ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) করোনাভাইরাস সনাক্তের পরীক্ষা করে আসছিল।

এদিকে একটি কিট দিয়ে একাধিক রোগীর শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ঘটেছে কিনা তা নির্ণয় করা সম্ভব বলে জানিয়েছেন বিআইটিআইডি পরিচালক ডা. এমএ হাসান চৌধুরী।

চট্টগ্রাম প্রতিদিনকে তিনি বলেন, ‘যে কিটগুলো হাতে এসেছে এগুলো লিকুইডজাতীয়। ওয়ান ইজটু ওয়ান না (একজনের জন্য একটা কিট)। একটা কিট দিয়ে ৫টা বা ১০টা পরীক্ষা করানোও সম্ভব। এগুলো মাল্টিপল কিট।’

পরীক্ষার রিপোর্ট প্রসঙ্গে তিনি বলেন, ‘পরীক্ষা শুরু হওয়ার দুই দিনে আমরা বিভিন্ন জায়গা থেকে ৭ জন এবং আমাদের এখানকার একজনেরসহ মোট ৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা শুরু করেছি। পরীক্ষা শেষে এর ফলাফল ঢাকায় আইইডিসিআর এ পাঠানো হবে। সেখান থেকেই ঘোষণা দেওয়া হবে।’

তবে কিটের পরিমাণ প্রসঙ্গে সঠিক তথ্য জানাতে পারেননি বিআইটিআইডির পরিচালক।

কিটের পরিমাণের বিষয়ে জানতে চাইলে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমাদের হাতে ১০০ কিট হাতে আছে। পরীক্ষা শুরু হয়েছে। তবে কক্সবাজার ছাড়া এখনও চট্টগ্রামে এ ভাইরাসের কোনো রোগী শনাক্ত হয়নি। হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষে ১০ জন ছাড়া পেয়েছে। বাকি ৯৬৩ জন এখনও হোম কোয়ারেন্টাইনের নির্দেশনা মেনে চলছেন। প্রত্যেকের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হয়েছে।’

এসআর/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!