চট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ৭, নগরীতে শূণ্য

প্রথম দিকে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা গণনায় এক, দুই, তিন করে শনাক্ত হলেও ধীরে ধীরে করোনার গলায় আটকে যাচ্ছে চট্টগ্রাম। টানা ৫দিন ক্রমাগতভাবে বাড়তে থাকা সংক্রমণের ধারাবাহিকতায় শুক্রবার (৮ মে) সিভাসুর ল্যাবে শনাক্ত হয়েছে আরও ৭ জন। এর মধ্যে ১জন সীতাকুণ্ড উপজেলার, বাকি ৬ জন লক্ষ্মীপুর জেলার।

শনিবার (৯ মে) দুপুরে সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে করোনাভাইরাসের ২৫টি নমুনা পরীক্ষায় ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৩৫ বছর বয়সী একজন পুরুষ রোগী। লক্ষ্মীপুর জেলার ৬ রোগী সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

নতুন করে শনাক্ত ১ জনসহ এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০৭ জন। তাদের মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৪৯ জন।

এসআর/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!