চট্টগ্রামে এসএসসি-৯২ ব্যাচের মিলনমেলা

‘আস্থা থাকুক বন্ধুতায়’—এই শ্লোগানে চট্টগ্রামের এসএসসি-৯২ ব্যাচের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। প্রায় তিন শতাধিক সদস্য অংশ নেয় এই অনুষ্ঠানে।

বুধবার (৪ জানুয়ারি) বিকালে চট্টগ্রাম কনভেনশন হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজক কমিটির আহ্বায়ক মুহাম্মদ হারুন অর রশীদের সভাপতিত্বে এবং মুহাম্মদ আনোয়ার হোসেন ও সারজু মুহাম্মদ নাসেরের সঞ্চালনায় অনুষ্ঠানে এসএসসি-৯২ গ্রুপের এডমিন প্যানেলের সদস্য ও মডারেটর লুৎফুন নাহার মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক কনক বড়ুয়ার উপস্থাপনায় সঙ্গীত অনুষ্ঠান পরিবেশ করা হয়।

অনুষ্ঠানে পরিচিতি পর্ব, স্মৃতিচারণ, আলোচনা সভা, নতুন সমন্বয়ক বন্ধুদের বরণ, বিভিন্ন উপজেলার বন্ধুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যা ফেল ড্র ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শেষে র্যা ফেল ড্র পরিচালনা করেন সমন্বয়ক জে এ মানিক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাজ্জাদ ইকবাল, নুরুল মোস্তফা চৌধুরী, আরিচ আহমেদ শাহ, জুয়েল ঘোষ, নূরুল আবছার, জসিম উদ্দিন, মুহাম্মদ কায়েস, ফাতেমা বেগম, ফিরোজ, নাসরিন আকতার, সুলতানা মাহি, খালেদা আকতার সাথী, এসএম বাবর, জাহাঙ্গীর আলম, লে. মহিউদ্দিনসহ বিভিন্ন উপজেলার সমন্বয়ক ও ৯২ ব্যাচের সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!