চট্টগ্রামে এবারের এসএসসিতে সেরা দশে নেই নগরীর বাইরের কোন স্কুল, সেরাদের সেরা ডা. খাস্তগীর

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে সেরা দশ স্কুলে স্থান হয়নি নগরীর বাইরের কোন স্কুলের। এমনকি সেরা বিশে মাত্র ২টি স্কুল কক্সবাজার জেলার। বাকি ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানই চট্টগ্রাম নগরীর। এর মধ্যে সব দিকে সেরাদের সেরা হয়েছে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। তাদের ৪৭৪ জন শতভাগ পাস পরীক্ষার্থীর মধ্যে ৪৫৯ জনই পেয়েছে জিপিএ-৫।

এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করা ১ হাজার ৭৬টি বিদ্যালয়ের মধ্যে শতভাগ পাস করেছে ৫৪টি বিদ্যালয়ের শিক্ষার্থী। এরমধ্যে প্রথম ৫০টি বিদ্যালয়ের মধ্যে ৩৫টিই চট্টগ্রাম নগরীর।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম শিক্ষাবোর্ড থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

শিক্ষা বোর্ডের তথ্যমতে, চট্টগ্রামে শতভাগ পাস ও জিপিএ -৫ এর ভিত্তিতে প্রথম স্থানে রয়েছে ডা. খাস্তগীর সরকারি বালিকা বিদ্যালয়। এ বিদ্যালয়ের ৪৭৪ পরীক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪৫৯।

দ্বিতীয় স্থানে রয়েছে কলেজিয়েট স্কুল। এ স্কুলের ৪৬২ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৪৬ জন। কলেজিয়েটও শতভাগ পাস করেছে। তৃতীয় অবস্থানে নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়। তাদের ৪৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ১ জন ফেল করার পাশাপাশি জিপিএ-৫ পেয়েছে ৩৯১ জন। ৪০৩ পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পাস ও ৩৬৩ জন জিপিএ-৫ পেয়ে ৪র্থ অবস্থানে রয়েছে মুসলিম হাই স্কুল। ৫ম অবস্থানে রয়েছে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা বিদ্যালয়। তাদের ৪৫৫ জন পরীক্ষার্থীদের সবাই পাস করেছে। এর মধ্যে ৩২১ জন জিপিএ-৫ পেয়েছে এই বিদ্যালয় থেকে।

এছাড়া পাসের হার ও জিপিএ-৫ এর ভিত্তিতে নগরীর বাকি পাঁচ বিদ্যালয়গুলোর মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ। তাদের ৪৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৮১ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৮৬ জন। সপ্তম স্থানে রয়েছে বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়। তাদের ৩৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ফেল করেছে মাত্র ২ জন। তাদের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২৫৮ জন। অষ্টম স্থানে রয়েছে চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়। তাদের ৩০৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১ জন ফেল করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৪৮ জন। নবম স্থানে রয়েছে চট্টগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়। তাদের ২৪১ জনের সবাই পাস করার পাশাপাশি ২১৩ জন জিপিএ-৫ পেয়েছে। দশম স্তানে রয়েছে অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা বিদ্যালয়। তাদের ৪৭৫ জন পরীক্ষার্থীদের মধ্যে ৪৭০ জন পাস করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২০১ জন।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!