চট্টগ্রামে একুশে বইমেলা শুরু ৮ ফেব্রুয়ারি

চট্টগ্রামে অমর একুশে বইমেলা শুরু হবে আগামী ৮ ফেব্রুয়ারি। নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম চত্ত্বরে অনুষ্ঠিত হবে এই বইমেলা।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ২১ দিনব্যাপী চলবে মেলা। বইমেলায় প্রতিদিনই থাকছে রবীন্দ্র ও নজরুল উৎসব, ছড়া ও কবিতা পাঠের আসর এবং বসন্ত উৎসবসহ নানা আয়োজন।

মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত থাকবেন দেশবরেণ্য লেখক, কবি ও সাহিত্যিকগণ।

অমর একুশে বই মেলা উপলক্ষে ১৮ জানুয়ারী থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়েব সাইট থেকে প্রকাশকরা স্টল বরাদ্দের ফরম সংগ্রহ করতে পারবেন।

এবারের বই মেলায় বিদেশী কুটনৈতিক মিশন, বাংলা একাডেমি ও শিশু একাডেমির স্টল থাকবে।

এছাড়াও বইমেলায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার, শিশুতোষ কর্নার, স্মার্ট বাংলাদেশ কর্নার, মিডিয়া কর্নার, লেখক আড্ডা, নতুন বই মোড়ক উম্মোচনসহ মেলাকে সফল করার লক্ষ্যে সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্পোরেশন।

আরএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!