চট্টগ্রামে একদিনে শনাক্ত আরো ২৩ ডেঙ্গুরোগী

নগরীতে ২৪ ঘণ্টায় আরো শনাক্ত হয়েছে আরো ২৩ ডেঙ্গু রোগী। বুধবার (২১ আগস্ট) চমেক হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্তদের শনাক্ত করা হয়।

২৩ রোগীর মধ্যে চমেক হাসপাতালে ১৪, বেসরকারি বাংলাদেশ ইন্সটিটিউট অফ ট্রপিকাল অ্যান্ড ইনফেকশাচ ডিজিজ হাসপাতালে ৩, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১, মেডিকেল সেন্টারে ১, ইউএসটিসি হাসপাতালে ২, পটিয়া উপজেলায় ১ ও হাটহাজারী উপজেলায় ১ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৫৬।

চমেক হাসপাতালের উপ-পরিচালক আখতারুল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, বুধবার (২১ আগস্ট) হাসপাতালে আরো ১৪ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এবং ২১জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে ১০১ ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি মো.নুরুল হায়দার চট্টগ্রাম প্রতিদিনকে জানান, বুধবার (২১ আগস্ট) ২৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তারমধ্যে বেসরকারি হাসপাতালগুলোতে ৯ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন। বর্তমানে বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলোতে সবমিলিয়ে ১৫৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

এসএএস/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!