চট্টগ্রামে ইয়াবার বিকিকিনি, কমে কিনে বেশি দামে বিক্রি

কক্সবাজার থেকে ইয়াবা কিনে বেশি দামে বিক্রির জন্য ঢাকা নিয়ে যাচ্ছিলেন মাদক ব্যবসায়ী আব্দুর রহিম (২৪)। কিন্তু পথেই তাকে ধরা খেতে হলো পুলিশের হাতে।

বৃহস্পতিবার (১২ জুলাই) চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা মোড় মদিনা হোটেলের সামনে থেকে দুপুরে আব্দুর রহিমকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৬২৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আব্দুর রহিমের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ থানার শাপলাপুর ইউনিয়নের বাহারছড়া গ্রামে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকরতা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন জানান, টেকনাফ থেকে কম দামে ইয়াবা কিনে বেশি দামে ঢাকায় গিয়ে নিয়ে সে বিক্রি করত আব্দুর রহিম। এবারও তাই করছিল।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মোড় মদিনা হোটেলের নিচতলা থেকে ইয়াবাসহ আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আব্দুর রহিমের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে বলে জানান ওসি নেজাম উদ্দিন।

আইএমই/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!