চট্টগ্রামে ইলমার তামাকবিরোধী মতবিনিময় সভা

নগরীর মানবাধিকার সংগঠন ইলমা’র উদ্যোগে বিটা ও পিজেইটিএফসিসি (পিপলস জুবিলান্ট এনগেজমেন্ট ফর টোবাকো ফ্রি কিডস) প্রকল্পের সহায়তায় বন্দরটিলার স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন কার্যালয়ে তামাকজাত পণ্যের বিজ্ঞাপন প্রচার এবং পৃষ্ঠপোষকতায় নিষেধাজ্ঞা বিধির উপর গুরুত্বারোপ করে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার (২৪ এপ্রিল) স্থানীয় বিভিন্ন নারী ও যুব সংগঠন এ সভায় অংশগ্রহণ করেন।

এই সভায় ইলমা’র প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণমূলক সংস্থা বনফুলের প্রধান নির্বাহী রেজিয়া বেগম।বিশেষ অতিথি ছিলেন ব্রাইট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মোহাম্মদ আলী সিকদার, ক্যাবের প্রোগ্রাম ফ্যাসিলেটর জহুরুল ইসলাম।

তামাক নিয়ন্ত্রণ আইনের ৫নং ধারা নিয়ে বিশদ আলোচনা করেন ইলমার প্রোগ্রাম ফ্যাসিলিটেটর ইয়াসমিন আক্তার।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!