চট্টগ্রামে ইঁদুর ধরতে গিয়ে খাঁচায় আটকা সাপ

ইঁদুর ধরতে গিয়ে ইঁদুরের খাঁচাতেই হেলে প্রজাতির একটি সাপ আটকা পড়ে গেল।

রোববার (২২ আগস্ট) বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার শেখনগর এলাকার খোরশেদ আলমের খামারে এই ঘটনা ঘটেছে।

পরে অবশ্য খবর পেয়ে বনবিভাগের কর্মীরা সাপটি উদ্ধার করেন। সোমবার (২৩ আগস্ট) সাপটিকে সীতাকুণ্ড পাহাড়ে ছেড়ে দেওয়া হবে। হেলে প্রজাতির সাপটি বিষাক্ত নয়, বরং নিরীহ প্রকৃতির।

জানা গেছে, খামারি খোরশেদ আলম তার মুরগির খামারে ইঁদুর ধরার জন্য একটি ফাঁদ (খাঁচা) পেতে রাখেন। রোববার বিকেলে একটি ইঁদুরকে তাড়া করে সাপটি। তাড়া খেয়ে ইঁদুরটি খাঁচায় ঢুকে পড়ে। তখন সাপটিও ইঁদুরের খাঁচায় ঢুকে পড়ে। খাঁচার দরজা স্বয়ংক্রিয়ভাবে আটকে গেলে সাপটিও ভেতরে আটকা পড়ে।

পরবর্তীতে সীতাকুণ্ড বন বিভাগের বারৈয়াঢালা অফিসের কর্মীদের খবর দেওয়া হয়। তারা এসে সাপটিকে উদ্ধার করেন। সোমবার এটিকে সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক এলাকায় ছেড়ে দেওয়া হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!