চট্টগ্রামে আয়কর মেলায় তৃতীয় দিনে ৭৪ কোটি টাকা আদায়

চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে আয়কর মেলার তৃতীয় দিন শনিবার (১৬ নভেম্বর) চট্টগ্রামে আদায় হয়েছে ৭৪ কোটি ০৫ লাখ ৮৭ হাজার ৬৪১ টাকা। নতুন ই-টিআইএন নিয়েছেন ৩৬১টি।
অতিরিক্ত কর কমিশনার (আপিল) মো.মাহমুদুর রহমান চট্টগ্রাম প্রতিদিনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

মেলায় রিটার্ন দাখিল করতে আসা করদাতাদের পাশাপাশি অনেক তরুণ উদ্যোক্তা, চাকরিজীবী ও ব্যবসায়ীকে মেলায় ই-টিআইএন সংগ্রহ করতে দেখা গেছে। মেলার তৃতীয় দিনে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেলেও সেবা পাওয়ার ক্ষেত্রে হিমসিম খেতে হয়েছে আগত দর্শনার্থীদের।

এর আগে মেলার দ্বিতীয় দিনে শুক্রবার ৮৫ কোটি টাকা ও প্রথম দিন বৃহস্পতিবার ৩৩ কোটি টাকা আদায় হয়েছে। মেলায় চট্টগ্রামের কর অঞ্চল ১-৪ এবং কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খগড়াছড়ি জেলার করদাতারা আয়কর রিটার্ণ জমা দিতে পারছেন।

বৃহস্পতি থেকে শুরু হওয়া আয়কর মেলায় শনিবার পর্যন্ত তিন দিনে মোট ১৯২ কোটি ৫১ লাখ ২০ হাজার ৮২১ টাকা কর আদায় হয়েছে। ২০ হাজার ৬১৭ টি রিটার্নের বিপরীতে এ পরিমাণ কর আদায় হয়। নতুন ই-টিআইএন নিয়েছেন ১০৪৭ জন। কর সেবা নিয়েছেন ১ লাখ ২৯ হাজার ৯৮৫ জন।

এএস /এসবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!