চট্টগ্রামে আসছে ফাইজারের ভ্যাকসিন, দেয়া শুরু ৪ দিন পর

অবশেষে চট্টগ্রামেও আসছে ফাইজারের করোনার ভ্যাকসিন। প্রথম দফায় সোমবার (১১ অক্টোবর) চট্টগ্রাম জেলায় ফাইজারের ১৬ হাজার ৩৮০ ডোজ টিকা দেয়া হচ্ছে। নগরীর দুটি টিকাদান কেন্দ্রে এসব টিকা দেয়া হবে। কেন্দ্র দুটি হলো আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল ও বন্দর হাসপাতাল। তবে ফাইজারের টিকা দেয়া আরম্ব হবে ১৫ অক্টোবর থেকে।

রোববার (১০ অক্টোবর) রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী চট্টগ্রাম প্রতিদিনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম প্রতিদিনকে তিনি বলেন, ‘সোমবার (১১ অক্টোবর) আমরা ফাইজার টিকা পাবো। কোন সময়ে পাবো এটা এখনো জানানো হয়নি আমাদের, তবে কালকেই (আজকে) টিকা আসবে এটা নিশ্চিত। প্রথম ধাপে আমরা ১৬ হাজার ৩৮০টা টিকা পাবো।’

কোন্ কেন্দ্রে কাদেরকে এসব টিকা দেয়া হবে চট্টগ্রাম প্রতিদিনের এমন প্রশ্নের জবাবে ডা. ইলিয়াস চৌধুরী বলেন, ‘বিশেষ কোন ক্যাটাগরি বিবেচনায় ফাইজারের টিকা দেয়ার নির্দেশনা নেই। সিনোফার্মের মতই সকলে এই টিকা পাবেন। এক্ষেত্রে এসএমএস অনুযায়ী এই টিকা দেয়া হবে। আপাতত দুটা কেন্দ্রে এসব টিকা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কেন্দ্র দুটি হলো চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও বন্দর হাসপাতাল। এসব টিকা ৩০ দিনের মধ্যেই ব্যবহার করার নির্দেশনা দেয়া হয়েছে আমাদের। ধাপে ধাপে ফাইজারের আরও টিকা আসবে।’

এদিকে ১১ তারিখে চট্টগ্রামে টিকা পৌছালেও ১৫ তারিখ থেকে কেন্দ্রগুলোতে ফাইজারের টিকা দেয়া শুরু করা হবে জানিয়ে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আহমেদ তানজিমুল ইসলাম বলেন, ‘আমরা ১৫ অক্টোবর থেকে ফাইজারের টিকা দেয়া আরম্ভ করবো।’

এআরটি/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!