চট্টগ্রামে আগুনে পুড়ে অবুঝ ২ শিশুর সঙ্গে মায়ের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার পূর্ব শহীদ নগর এলাকায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডে দু’জন দুধের শিশুর সঙ্গে এক মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. ঈমাম উদ্দিন (২৩) নামে একজন আহত হয়েছেন।

শনিবার (২৭ মে) রাত সাড়ে ৪টার দিকে পূর্ব শহীদনগর এলাকার আধাপাকা ঘরে এ ঘটনা ঘটে।

জানা যায়, একই ঘরের ছয়টি কক্ষে ছয়জন আলাদা ভাড়াটিয়ারা থাকেন। এর মধ্যে দুই সন্তান নিয়ে নূর নাহার বেগম থাকতেন একটি কক্ষে। সে ঘরে আগুন লাগার ঘটনা ঘটে। নিহতরা হলেন- নূর নাহার বেগম (৩০), তার দুই সন্তান মারুফ (১) ও ফিরিয়া (৩)।

ফায়ার সার্ভিস জানায়, ‘রাত সাড়ে ৪টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। মুহূর্তে সবকিছু পুড়ে যায়। এতে এক পরিবারে মাসহ দুই শিশু আগুনে পুড়ে যায়। ঘটনাস্থালে এক শিশু মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় মা ও আরেক শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়। পরে তারাও মারা যান। এ ঘটনায় মো. ঈমাম উদ্দিন (২৩) নামে একজন আহত হয়েছেন।’

বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে আমরা দুটি ফায়ার সার্ভিসের ইউনিট পাঠালেও সরু গলিতে একটি মাত্র ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারে। ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়। ভোর ৬টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।’

তিনি আরও বলেন, ‘সেখানে একই ঘরে ছয়টি আলাদা ভাড়াটিয়া থাকত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে বিদ্যুতের তারে আগুন লেগে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল।’

এদিকে মেডিকেল কর্তৃপক্ষ থেকে জানা গেছে, সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগেছে। তবে ওই ঘরে দুটি সিলিন্ডার পাওয়া গেলেও সেগুলো অক্ষত ছিল।

চট্টগ্রামে মেডিকেল কলেজে হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার লিটন পালিত বলেন, ‘মা ও এক শিশুকে আনা হয়। তারা দুজনই মারা গেছেন। এখানে আনার আগেই তাদের শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। আরেক আহত ব্যক্তি ৫ শতাংশ পোড়া নিয়ে এসেছিল। তাকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দিয়েছি।’

এআইটি/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!